॥ আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥
দি নাজপুর জেলার ফুলবাড়ী উপজেলায় নবগঠিত উপজেলা শ্রমিক দলের কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল করেছে শ্রমিক দলের একাংশের নেতাকর্মীরা।
আওয়ামীলীগের দোসরদের,পদপদবি, মানি না মানবো না, স্লোগানে স্লোগানে মিছিলটি পৌর শহরের বাসস্ট্যান্ডে বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় দিনাজপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল কমিটির অনুমোদিত,নবগঠিত ফুলবাড়ী উপজেলা শাখা জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটিতে আওয়ামী লীগের দোসরদের পদপদবি দেয়া হয়েছে বলে দাবি করে বিশাল মশাল মিছিল বের করেন দলটির একাংশের নেতাকর্মীরা।
আওয়ামীলীগের দোসরদের,পদপদবি, মানি না মানবো না, স্লোগানে স্লোগানে মিছিলটি পৌর শহরের বাসস্ট্যান্ডে বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক নেতা সোহেল রানা, শ্রমিক নেতা নুরুজ্জামান, শ্রমিক নেতা বাবু, শ্রমিক নেতা আবু তালেব সহ অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন গত ৪ সেপ্টেম্বর দিনাজপুর জেলা শ্রমিক দলের অনুমোদিত দলটির সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের সাক্ষরিত এক চিঠিতে ফারুক আহমেদ কে সভাপতি ও আবুল হাসান কে সাধারণ সম্পাদক করে ৫১ বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ফুলবাড়ী উপজেলা শাখার শ্রমিক দলের কমিটির অনুমোদন দেয়।
বক্তারা দাবি করে বলেন ফুলবাড়ী উপজেলা শাখা শ্রমিক দলের নবগঠিত কমিটিতে আওয়ামী লীগের দোসরদের পদপদবি দেয়া হয়েছে অনতিবিলম্বে এই কমিটি বাতিল করা হোক। নয়লে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারিও দেন পদ বঞ্চিত বিক্ষোভকারীরা।