Thursday , 29 January 2026

থানারহাট কলেজে ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত

॥ মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি ॥

নো য়াখালীর সুবর্ণচরের থানারহাট কলেজ প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী পিঠা উৎসব। সোমবার (২৬ জানুয়ারি) দিনব্যাপী শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি বাঙালির সংস্কৃতি ও লোকঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই কলেজ কর্তৃপক্ষ এ আয়োজন করে।

 

উৎসবে প্রায় ২০ ধরনের পিঠা ও ১০টিরও বেশি ধরনের ভর্তা পরিবেশন করা হয়। উল্লেখযোগ্য পিঠার মধ্যে ছিল ভাপা, চিতই, পুলি, পাকন, নকশি ও খেজুর পিঠা। তৃতীয় পর্বে এইচএসসি ২০২৬ ব্যাচের প্রি-টেস্ট পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম স্থান অর্জন করে প্রেমা, দ্বিতীয় হয় মো. রাকীব এবং তৃতীয় স্থান অধিকার করে তাসলিমা।

উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো. ইয়াসিন আলী। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চার পর্বে আয়োজিত উৎসবের প্রথম পর্বে শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি থেকে তৈরি পিঠা ও ভর্তা নিয়ে আসে। দ্বিতীয় পর্বে কলেজ ক্যাম্পাসে সরাসরি পিঠা তৈরির আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীদের পরিবেশনায় লোকজ গান উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন কলেজের সহ-সভাপতি মো. আকবর হোসেন (আকবর ডুবাই), বিশিষ্ট সমাজসেবক মো. বেলালসহ আরও অনেকে। তারা শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন ধরনের পিঠা উপভোগ করেন এবং এমন আয়োজনের জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ ও উৎসাহ জানান।

উৎসবে প্রায় ২০ ধরনের পিঠা ও ১০টিরও বেশি ধরনের ভর্তা পরিবেশন করা হয়। উল্লেখযোগ্য পিঠার মধ্যে ছিল ভাপা, চিতই, পুলি, পাকন, নকশি ও খেজুর পিঠা। তৃতীয় পর্বে এইচএসসি ২০২৬ ব্যাচের প্রি-টেস্ট পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম স্থান অর্জন করে প্রেমা, দ্বিতীয় হয় মো. রাকীব এবং তৃতীয় স্থান অধিকার করে তাসলিমা।

শেষ পর্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে নৃত্য পরিবেশন করেন প্রেমা, চৈতী ও ক্ষুদে শিল্পী মুক্তা। পিঠা উৎসব ঘিরে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও শিক্ষকদের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

Check Also

হাতিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল

॥  আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥ ত্র য়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা ও …