॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥
নো য়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়া আল-নাফি ট্রাভেলস্-এর আয়োজনে হজ্ব প্রশিক্ষণ প্রদান করা হয়েছে ।সভাপতি তাঁর বক্তব্যে বলেন, আমার এজেন্সির মাধ্যমে হাতিয়ার হজ্ব যাত্রী কোন প্রকারের দুর্ভোগ ও হয়রানির শিকার যাতে না হয় এই ব্যাপারে সার্বক্ষণিক সেবা প্রদান করব।
আলহাজ্ব মোঃ আবদুল আহাদ( প্রঃ শিঃ)এর পরিচালনায়
শনিবার ১০টায় হাতিয়া সুপারমার্কেটের হলরুমে এই হজ্ব প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আলহাজ্ব মাওলানা মোঃ কাউছার উদ্দিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আলহাজ্ব মোহাম্মদ এনামুল হক (প্রাক্তন অধ্যক্ষ প্রকৌশলী ফজলুল আজিম মহিলা কলেজ)।প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব নাজিম উদ্দিন( মালিক ওপরিচালক -আল-নাফি হজ্ব এজেন্সি)। বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব আবদুল কাদের (অধ্যক্ষ) এসময় হজ্বযাত্রী দের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোল্লা আতিকুল হক, প্রধান আলোচক আমিনুর রসুল (কবির মাস্টার) , বিশেষ আলোচক আলহাজ্ব মুফতি নাসির উদ্দিন (সাবেক হজ্ব গাইড) ।
আলোচনা শেষ হাতিয়া আল-নাফি হজ্ব এজেন্সি ২০/২৫,এর ১৬জন হজ্ব যাত্রীদের মধ্যে হজ্বের যাওয়ার উপকরণের ব্যাগ সামগ্রী বিতরণ করা হয় । সভাপতি তাঁর বক্তব্যে বলেন, আমার এজেন্সির মাধ্যমে হাতিয়ার হজ্ব যাত্রী কোন প্রকারের দুর্ভোগ ও হয়রানির শিকার যাতে না হয় এই ব্যাপারে সার্বক্ষণিক সেবা প্রদান করব। পরে আলহাজ্ব হাফেজ মোহাম্মদ ইলিয়াস উক্ত অনুষ্ঠানের দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।