॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
মোংলায় স্থানীয় উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও অন্তর্ভুক্তিমূলক বাজেট প্রণয়নে অগ্রাধিকার ভিত্তিক চাহিদা নিরুপণ এবং কর্মকৌশল নির্ধারণ বিষয়ক দুই ব্যাপী আয়োজিত প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অফ দ্যা রুলার পুওর ডরপ ইভলভ প্রকল্পের বুধবার ও বৃহস্পতিবার মোংলা প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অফ দ্যা রুলার পুওর ডরপ ইভলভ প্রকল্পের বুধবার ও বৃহস্পতিবার মোংলা প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
দুই দিন ব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন ডরপ ইভলভ প্রকল্পের প্রতিভা বিকাশ সরকার। উপস্থিত ছিলেন টেইনার মিলন চৌধুরী (পিসি),মোহাম্মদ আলী(এফ এফ), সি এস ও নেটওয়ার্কের সদস্য মোঃ মারুফ হাওলাদার(বাবু), মোঃ হাফিজুর রহমান, হালদার চিরানন্দ,পারুল রায়, লিজা আক্তার, ইয়াসমিন আক্তার, লাভলী মন্ডল, রিয়াদুল জান্নাহ প্রিন্স, আবু জাফর খাঁ, আল্লাদী খাতুন, কাজল হালদার, সজনী, মোঃ রবিউল ইসলাম, জোসনা খাতুন, আবুল কাসেম, শিখা মিস্ত্রি, সাথি মল্লিক, অর্পা মল্লিক, মনজিৎ সরকার সি এস ও নেটওয়ার্কের সদস্য মধ্যে সভাপতিত্ব করেন সাবেক স্কুল শিক্ষক হালদার চিরানন্দ|
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল