॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥
দি নাজপুর জেলার ফুলবাড়ীতে মা ও শিশু সহায়তা কর্মসূচির বাস্তবায়ন নির্দেশিকা ২০২৪-বিষয়ক পৌরসভা কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সাপোর্টিং ইমপ্লিমেন্টেশন অব দি মাদার এন্ড চাইল্ড বেনিফিট প্রোগ্রাম SIMCBP শীর্ষক প্রকল্প মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ২৫ নভেম্বর সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সাপোর্টিং ইমপ্লিমেন্টেশন অব দি মাদার এন্ড চাইল্ড বেনিফিট প্রোগ্রাম SIMCBP শীর্ষক প্রকল্প মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.প্রকাশ কান্তি চৌধুরী যুগ্ম সচিব উন্নয়ন ও প্রকল্প পরিচালক SIMCBP প্রকল্প মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ঢাকা। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি মোঃ সামিউল ইসলাম ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল ইসলাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডলসহ সংশ্লিষ্ট দপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারী ও সুধী জন উপস্থিত ছিলেন।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল