Wednesday , 17 September 2025

উল্লাপাড়ায় পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের উল্লাপাড়ায় সারাদেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পূবালী ব্যাংক পিএলসি উল্লাপাড়া শাখার উদ্যোগে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

তিনি বলেন, ফলজ গাছ আমাদের পুষ্টির যোগান দেয়, বনজ গাছ কাঠ ও অক্সিজেন সরবরাহ করে এবং ঔষধি গাছ নানা রোগ নিরাময়ে ব্যবহার হয়। এই তিন ধরনের গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানব জীবনের জন্য অত্যন্ত উপকারী।

(১৭) সেপ্টেম্বর বুধবার সকাল ১১টায় কয়ড়া খাদিজা সাঈদ উচ্চ বিদ্যালয় ও উল্লাপাড়া দ্বি-মুখী মহিলা দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে একযোগে এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে প্রায় ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

গাছ রোপণ কার্যক্রমে নেতৃত্ব দেন পূবালী ব্যাংক পিএলসি উল্লাপাড়া শাখার শাখা ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. রফিকুল ইসলাম।

তিনি বলেন, ফলজ গাছ আমাদের পুষ্টির যোগান দেয়, বনজ গাছ কাঠ ও অক্সিজেন সরবরাহ করে এবং ঔষধি গাছ নানা রোগ নিরাময়ে ব্যবহার হয়। এই তিন ধরনের গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানব জীবনের জন্য অত্যন্ত উপকারী। আমরা চাই, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুস্থ পৃথিবী গড়ে তুলতে।

তিনি আরও জানান, বৃক্ষরোপণ শুধু পরিবেশ নয়, সমাজ ও দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গেও সরাসরি সম্পৃক্ত। তাই সবাইকে অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানান তিনি।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। তারা পূবালী ব্যাংকের এ উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিতভাবে গাছ লাগানো ও এর পরিচর্যা করার প্রতিশ্রুতি দেন।

স্থানীয়রা মনে করেন, এ ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে এবং এলাকার শিক্ষার্থীদের মধ্যেও সবুজের প্রতি ভালোবাসা বাড়াবে। উল্লেখ্য, পূবালী ব্যাংক দীর্ঘদিন ধরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে নানা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। বৃক্ষরোপণ কর্মসূচি তারই ধারাবাহিক অংশ।

Check Also

দিনাজপুরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥ দি নাজপুর জেলা পুলিশের আয়োজনে আসন্ন শারদীয় …