॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
মোং লা বন্দরের আবাসিক এলাকায় চুরির অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে তাদের আটক করেন বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তাকর্মীরা। পরে তাদের মোংলা থানায় হস্তান্তর করা হয়।
ওসি মোঃ আনিসুর রহমান বলেন , ‘গভীর রাতে মোংলা বন্দরের আবাসিক এলাকা থেকে চুরির অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে।
চুরির অভিযোগে আটক দুই ব্যাক্তি মোঃ শুক্কুর কালু ও মোঃ রবিউল ইসলাম।
বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান বলেন , ‘গভীর রাতে মোংলা বন্দরের আবাসিক এলাকা থেকে চুরির অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে।
তাদের কাছ থেকে চুরি করা মালামাল জব্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের থানায় আনা হয়। বন্দর কতৃপক্ষের পক্ষ থেকে মামলা দায়ের শেষে আটক দুই জনকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানায় থানার এ কর্মকর্তা।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল