Thursday , 27 November 2025

মোংলা বন্দরের আবাসিক এলাকায় চুরির মালামাল সহ আটক দুই

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোং লা বন্দরের আবাসিক এলাকায় চুরির অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে তাদের আটক করেন বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তাকর্মীরা। পরে তাদের মোংলা থানায় হস্তান্তর করা হয়।

ওসি মোঃ আনিসুর রহমান বলেন , ‘গভীর রাতে মোংলা বন্দরের আবাসিক এলাকা থেকে চুরির অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে।

চুরির অভিযোগে আটক দুই ব্যাক্তি মোঃ শুক্কুর কালু ও মোঃ রবিউল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করে মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান বলেন , ‘গভীর রাতে মোংলা বন্দরের আবাসিক এলাকা থেকে চুরির অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে।

তাদের কাছ থেকে চুরি করা মালামাল জব্দ করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের থানায় আনা হয়। বন্দর কতৃপক্ষের পক্ষ থেকে মামলা দায়ের শেষে আটক দুই জনকে বাগেরহাট আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানায় থানার এ কর্মকর্তা।

Check Also

অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান করলেন দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার কৃতি সন্তান ড্যাবের সহ জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ উমর ফারুক

॥ মোঃ আমজাদ আলী , দিনাজপুর জেলা প্রতিনিধি ॥ শী তের প্রারম্ভেই সুবিধাবঞ্চিত মানুষের পাশে থাকার …