॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥
মোং লায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক সহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। রাতে মোংলা পৌর শহরে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ার সময় তাদের হাতে নাতে মাদক সহ আটক করা হয়।
পুলিশ জানায়, মোংলায় বুধবার রাতে মাদক বিরোধী অভিযান চালায় মোংলা থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ার সময় তাদের হাতে নাতে মাদক সহ আটক করা হয়।
এসময় মাদক ব্যবসায়ী ও মাদকপাচারকারীদের দেহ তল্লাশী করে তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা জব্দ করে পুলিশ।
মাদকসহ মোহাম্মদ আলী (৫৬) ও সুজন হোসেন সজল (২০) কে গ্রেফতার হয়।মোহাম্মদ আলীর কাছ থেকে গাঁজা ও সুজন হোসেন সজলের কাছ থেকে ইয়াবা উদ্বার করে পুলিশ।
সুজন হোসেন সজল মোংলা পৌর শহরের মাদ্রাসা রোডের মাদক ব্যাবসায়ী মোঃ নজরুল ইসলাম নজুর ছেলে। রামপাল উপজেলার আদাঘাট ১ নং ওয়ার্ডের আঃ গফুর সরদারের ছেলে মোহাম্মদ আলী।
মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান জানান, মোংলা শহর সহ উপজেলা জুড়ে মাদক বিরোধী অভিযান চালমান । অভিযানে মাদক সহ দুই জনকে গ্রেফতার করা হয়। তাদের দুই জনকে পৃথক মাদক আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে বুধবার জেল হাজতে পাঠানো হবে।
বাগেরহাট জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান স্যারের নির্দেশে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় থানার এ কর্মকর্তা ।