Thursday , 20 November 2025

মোংলায় দুই মাদক ব্যবসায়ীকে অর্থদন্ড সহ ৩ মাস বিনাশ্রম কারাদণ্ড

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোং লা পৌর শহরে জেলা মাদক দ্রব নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের অর্থদণ্ডসহ ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম জাফরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ভ্রাম্যমান আদালত কর্তৃক সাজাপ্রাপ্তদের বাগেরহাট জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলমান।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। এসময় তাদের কাছ থেকে গাঁজা ও বিক্রির জন্য মজুদ করা গাঁজা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো শ্রম কল্যান রোডের কেয়ামুদ্দীনের ছেলে সামছু (৫০) ও একই এলাকার নফরের ছেলে ইসমাইল (৩৫)

বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস এম জাফরুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ভ্রাম্যমান আদালত কর্তৃক সাজাপ্রাপ্তদের বাগেরহাট জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলমান।

তিনি আরো জানান,মোংলা পৌর শহরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয় । বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় মাদক ব্যাবসায়ী দুই জনকে মাদক সহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে গাঁজা জব্দ করে বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ পরিদর্শক মো: আমিরুল ইসলাম ও উপ পরিদর্শক বিজয় কুমার মজুমদার সহ অভিযানে থাকা তাদের সদস্যরা।

মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তারকৃতদের মাদক দ্রব নিয়ন্ত্রণ আইনে অর্থদন্ড সহ দুই জনকে ৩ মাসের বিনাশ্রম কারদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালতের মামলা নং (১০/২৫)

এই ব্যাপারে মোংলা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রামমান আদালতের বিচারক আরো বলেন , মোংলায় মাদক বিরোধী এমন অভিযান অব্যাতত থাকবে।

মাদক ব্যাবসায়ী সামছু ও ইসমাইলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাগেরহাট জেলা কার্যালয়’র মাধ্যমে জেল কারাগারে প্রেরণ করা হবে বলে জানায় পরিদর্শক এস এম জাফরুল আলম।

Check Also

নরসিংদীতে ভিন্ন কৌশলে গাঁজা বহনকালে আটক ২!

॥ সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী জেলা প্রতিনিধি ॥ ন রসিংদীর পৌর এলাকা থেকে ভিন্ন কৌশলে …