Tuesday , 8 July 2025

নবাবগঞ্জে দুই ভূয়া সেনা কর্মকর্তা গ্রেপ্তার

॥ শেখ রানা, স্টাফ  রিপোর্টার ॥

ঢা কার নবাবগঞ্জে অমিত বাড়ৈ (২২) ও রাজিবুল ইসলাম রাজু (৪৫) নামে দুই ভুয়া সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার চর তুইতাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা দুইজন নিজেদেরকে কখনো ব্রিগ্রেডিয়ার জেনারেল, আবার কখনো মেজর পরিচয় দিয়ে প্রতারণা করতেন।

আসামী’দ্বয় আন্তঃ জেলা প্রতারক দলের সদস্য। তারা জমি উদ্ধারে আশ্বাস দিয়ে প্রথমে জসিমকে ফাঁদে ফেলেন। এরপর আসামী রাজু নিজেকে মেজর পরিচয় দিয়ে ভুয়া ব্রিগ্রেডিয়ার জেনারেল অমিতের মাধ্যমে জমিটির সমস্যার সমাধান করে দিবেন বলে মেসেজ প্রদান করেন এবং চাঁদা দাবী করেন।

গ্রেপ্তারকৃত অমিত বাড়ৈ উপজেলার চরখলসী গ্রামের অরুন বাড়ৈ ছেলে এবং রাজিবুল ইসলাম রাজু একই এলাকার মজর আলীর ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে দোহার সেনা ক্যাম্প থেকে জানানো হয়, নবাবগঞ্জের চর তুইতাল গ্রামে জুনায়েদ গং ও শেখ জসীম গংদের মধ্যে বিরোধকৃত জমি নিয়ে দাঙ্গা হাঙ্গামার সম্ভবনায় রয়েছে। এছাড়া সেখানে রাজা ওরফে রাজু নামে সেনাবাহিনী এক কর্মকর্তা উপস্থিত রয়েছে এমন সংবাদ পেয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো, মমিনুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থলে যায় পুলিশ।

পুলিশ দুইপক্ষকে নিবৃত করে স্থানীয় লোকজনকে জিজ্ঞেসাবাদে একপর্যায়ে রাজিবুল ইসলাম রাজু’কে জিজ্ঞসাবাদ করেন এবং জানতে পারেন রাজু সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে বেশ কিছু লোকজনের নিকট ফোন করেছেন এবং মেসেজ দিয়েছেন। জিজ্ঞেসাবাদের একপর্যায়ে রাজু মেজর পরিচয় দেওয়ার কথা স্বীকার করলে তাকে আটক করা হয় ।

একই সময় সেখানে উপস্থিত রাজুর সহযোগি অমিত বাড়ৈকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য পান পুলিশ। জানা যায় সোমবার দুপুর ১২.২২টায় অমিত বাড়ৈ ব্রিগ্রেডিয়ার জেনারেল মেজর আশরাফুজ্জামানের ছবি নিজের হোয়াটস এ্যাপে প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করে নিজেকে সেনা ব্রিগ্রেডিয়ার জেনারেল পরিচয় দিয়ে নবাবগঞ্জে থানার ওসির সরকারি মোবাইল নম্বরে মেসেজ দিয়েছে। সেখানে লেখা “ওসি সাহেব, আপনাকে আমি এই নম্বর টা দিচ্ছি ০১৮৫১৫০৯৬৩১ বুঝলেন,, আপনি এই নম্বর টা ফোন দিয়ে এখনি কথা বলে।

যার নম্বর দিছি আপনাকে সেই হলো: বাংলাদেশ মহামান্য রাষ্ট্রপতির একান্ত সচিব জনাব: পলাশ স্যার, আপন ছোট ভাগিনা বুঝলেন। আপনি কথা কলে এখনই আপনি আপানার পুলিশ ফোর্স পাঠান বুঝলেন। (ওসি সাহেব)”। অমিত বাড়ৈর হোয়াটস্ এ্যাপ চেক করিয়া দেখা যায় একটি নম্বরে হোয়াটস এ্যাপ এবং অন্য একটি নম্বরে হোয়াটস্ এ্যাপ বিজনেস এ্যাপস ব্যবহার করে কখনও নিজেকে মেজর, কখনও নিজেকে সেনা ব্রিগ্রেডিয়ার জেনারেল হিসেবে পরিচয় প্রদান করে বিভিন্ন লোকজনের নিকট চাঁদা দাবী ও ভয়ভীতি প্রদর্শন করেছে। এসময় তাকেও গ্রেপ্তার করে থানা পুলিশ।

পুলিশ সূত্রে আরো জানা যায়, আসামী’দ্বয় আন্তঃ জেলা প্রতারক দলের সদস্য। তারা জমি উদ্ধারে আশ্বাস দিয়ে প্রথমে জসিমকে ফাঁদে ফেলেন। এরপর আসামী রাজু নিজেকে মেজর পরিচয় দিয়ে ভুয়া ব্রিগ্রেডিয়ার জেনারেল অমিতের মাধ্যমে জমিটির সমস্যার সমাধান করে দিবেন বলে মেসেজ প্রদান করেন এবং চাঁদা দাবী করেন। তারা প্রতিপক্ষ জুনায়াদে শিকদারকে কখও সেনা ক্যাম্পে, আবার কখনও ক্যান্টনমেন্টে গিয়া দেখা করার জন্য নির্দেশ দেন। এছাড়াও অমিত বাড়ৈ কখনও মহামান্য রাষ্ট্রপতির একান্ত সচিবের আত্মীয় কখনও প্রশাসনের উর্ধ্বতন অফিসার হিসেবে পরিচয় প্রদান করতেন বলে জানা যায়।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা ঢাকা জেলা ছাড়ও মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ সহ বিভিন্ন এলকায় সেনা অফিসার এবং প্রশাসনের অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিদের ফোন ও মেসেজের মাধ্যমে বিভিন্ন ধরনের হুমকি, চাঁদা দাবী করিয়া আসছিলেন। সোমবার তাদের গ্রেপ্তার করা হয়্ এবং মঙ্গলবার মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Check Also

দোহার থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই নেতা গ্রেফতার

॥ বিশেষ প্রতিনিধি ॥ ঢা কার দোহার থানার বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে জড়িত …