Sunday , 23 February 2025

নবাবগঞ্জ মটরসাইকেল দূর্ঘটনা দুই জন নিহত।

॥ বিশেষ প্রতিনিধি ॥

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মটর সাইকেল দুর্ঘটনায় মো. রাজু ও মো. হুমায়ুন নামের দুই ব্যক্তি নিহত হয়েছেন।

এলাকায় ঘুমের তন্দ্রাচ্ছন্নতা হলে মটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে পড়ে যান। খবর পেয়ে স্থানীয় ও স্বজনরা এগিয়ে আসেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বান্দুরা ইউনিয়নের মহব্বতপুর তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রাজু (৩৫) উপজেলার কৈলাইল ইউনিয়নের তেলেঙ্গা গ্রামের আইয়ুব আলী ছেলে, মো. হুমায়ুন (৪০) বাহ্রা গ্রামের আরশেদ পত্তনদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকাল ৭টার দিকে মো. রাজু ও মো. হুমায়ুন মাছ কেনার উদ্দেশ্যে মটর সাইকেল যোগে বান্দুরা বাজারের মাছের আড়তে আসছিলেন। পথে মহব্বতপুর তালতলা এলাকায় ঘুমের তন্দ্রাচ্ছন্নতা হলে মটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে পড়ে যান। খবর পেয়ে স্থানীয় ও স্বজনরা এগিয়ে আসেন।

এতে মারাত্মকভাবে আহত হয়ে মো. রাজু ঘটনাস্থলে প্রাণ হারান। অপরজন মো. হুমায়ুনকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার মিটফোর্ড হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। ঢাকার নেয়ার পথে বেলা সাড়ে ১০টার দিকে তারও মৃত্যু হয়।

নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম দুর্ঘটনা ও মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের স্বজনরা লাশ নিয়ে গেছেন।

Check Also

দত্তবাড়ি মোড় ব্যবসায়ী সমিতির নির্বাচন সাংবাদিক জাহাঙ্গীর আলম সভাপতি

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হলো …