Thursday , 8 January 2026

দিনাজপুরে পুলিশ সুপারের নাম ও পোশাক পরিহিত ছবি ব্যবহার করে প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেফতার।

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥

দি নাজপুরের জেলা পুলিশ সুপারের নাম ও পোশাক পরিহিত ছবি ব্যবহার করে প্রতারণার ফাঁদে ফেলে কয়েক লক্ষ টাকা চাঁদাবাজি প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি।

 

গ্রেফতারকৃত প্রতারক চক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা জানান নিজেদের দিনাজপুর পুলিশ সুপার এর পরিচয় দিয়ে বিকাশসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে

মঙ্গলবার ৬ জানুয়ারী জেলা পুলিশ সুপারের কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অপস)মোঃ আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন প্রতারক চক্রটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ৪, খানসামা ও চিরিরবন্দর আসনের বিএনপির মনোনীত প্রার্থী জনাব আক্তারুজ্জামান মিয়ার ব্যক্তিগত মোবাইল নম্বরে গত ১জানুয়ারী ২০২৬ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ব্যবহার করে দিনাজপুর জেলা পুলিশ সুপার জনাব মোঃ জেদান আল মুসা পিপিএম এর নাম ও পোশাক পরিহিত ছবি ব্যবহার করে সংবলিত ভুয়া প্রোফাইলের মাধ্যমে একাধিকবার নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে যোগাযোগ করে।

তাঁরা নিজেদের দিনাজপুর জেলার পুলিশ সুপার পরিচয় দিয়ে জানায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে চিরিরবন্দর থানা এলাকায় দুইটি স্টিল নির্মিত পুলিশ বুথ স্থাপন করা হবে যার একটি ঘুঘুরাতলীতে এবং অন্যটি সুবিধাজনক স্থানে করা হবে।

এবং বুথ নির্মাণের জন্য জেলা পুলিশ একজন ঠিকাদার নিয়োগ করেছে প্রতিটি বুথ নির্মাণের জন্য ৮৫ হাজার টাকা করে মোট ১লক্ষ ৭০হাজার টাকা ও আনুষঙ্গিক খরচসহ সর্বমোট ২লক্ষ টাকা খরচ হবে দিনাজপুর ৪ খানসামা চিরিরবন্দর আসনটির বিএনপির মনোনীত এমপি প্রার্থী তাই আক্তারুজ্জামান মিয়াকে ডোনেশন হিসেবে প্রদান করে পুলিশ কে সহযোগিতা করার অনুরোধ জানান প্রতারক চক্রটি।

এরই প্রেক্ষিতে এমপি প্রার্থী আক্তারুজ্জামান মিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ এ দুইটি বিকাশ নম্বর দিয়ে টাকা দেয়ার চাপ প্রয়োগ করা হলে গত ২ জানুয়ারী ২০-২৬ইং তারিখে বিকাল ৩টা ৫৫ মিনিটে ঘুঘুরাতলীর একটি বিকাশ এজেন্টের দোকান থেকে হোয়াটসঅ্যাপ এ দেয়া দুইটি নম্বরে ৫০ হাজার করে মোট ১ লক্ষ টাকা পাঠান এমপি প্রার্থী আক্তারুজ্জামান মিয়া পরবর্তীতে সন্ধ্যার পর আবার একই ভুয়া হোয়াটসঅ্যাপ ব্যবহার করে অবশিষ্ট ১ লক্ষ টাকা দ্রুত পাঠানোর তাগিদ দেওয়া হলে এমপি প্রার্থী আক্তারুজ্জামান এর সন্দেহ হয়।
এরপর পূর্বে দেওয়া বিকাশ নম্বরসমূহে যোগাযোগের চেষ্টা করলে ফোন বন্ধ পাওয়া যায় এবং সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ ও আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি।

এ ঘটনায় ভুক্তভোগীর পক্ষে ৫নং আব্দুলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ ইমরান হোসেন গত ৫ জানুয়ারী ২০২৬ ইং তারিখে চিরিরবন্দর থানায় অজ্ঞাতনামা প্রতারক চক্রের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে চিরিরবন্দর থানার মামলা নং২/২০২৬ এর সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর ২১/২২/২৪/২৭/ধারায় মামলা রুজু করা হয় এবং পরবর্তীতে মামলাটির তদন্তভার দিনাজপুর জেলা গোয়েন্দা শাখা ডিবির নিকট ন্যস্ত করা হয়।
জেলা গোয়েন্দা শাখা ডিবি মামলার রহস্য উদঘাটন করে জেলা গোয়েন্দা শাখা ডিবির একটি বিশেষ টিম ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত দুইজন প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন ১।মোঃ জুনাইদ খন্দকার (২৪)পিতা মৃত ইদ্রিস খন্দকার থানা কেন্দুয়া জেলা নেত্রকোনা২।মোঃ হিমেল (২৩) পিতা-আরশাদ আলী থানা ঈশ্বরগঞ্জ জেলা ময়মনসিংহ গ্রেফতারের সময় প্রতারণার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন ৫টি সিমকার্ড এবং নগদ ১লক্ষ ৪৮ হাজার ১৩৫ টাকা উদ্ধারপূর্বক জব্দ করেন জেলা গোয়েন্দা শাখা ডিবি।

গ্রেফতারকৃত প্রতারক চক্রের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা জানান নিজেদের দিনাজপুর পুলিশ সুপার এর পরিচয় দিয়ে বিকাশসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে এবং তাঁরা বিভিন্ন ওয়েবসাইট থেকে পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ কন্ট্রোল রুম এর নম্বর সংগ্রহ করে এসপি পরিচয়ে কল দিয়ে প্রতারণা করে।

দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয়ে খানসামা চিরিরবন্দর থানায় এমপি প্রার্থীর সাথে যে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়া হয়েছে এটা অত্যন্ত জঘন্যতম অপরাধ সেই মামলার এজাহার জেলা গোয়েন্দা শাখা ডিবিকে নেস্ত করা হয় আমরা দুইজন প্রতারক চক্রের সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং এদের সাথে যারা জড়িত সেই সকল প্রতারক চক্রের সদস্যকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে এরকম নেক্কারজনক ঘটনা কেউ যদি ঘটায় তাঁদের আইনের আওতায় নেওয়া হবে বলেও জানান তিনি।

Check Also

উল্লাপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সনদ দিতে অর্থ আদায়ের অভিযোগ

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া  ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় একটি সরকারি প্রাথমিক …