Wednesday , 6 August 2025

ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ফুলবাড়ীতে বিএনপি’র দুই গ্রুপের পৃথক পৃথক আনন্দ মিছিল অনুষ্ঠিত।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥

দি নাজপুরের ফুলবাড়ীতে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও আওয়ামী ফ্যাসিবাদী সরকার পতনের বর্ষপূর্তি উপলক্ষে ২০২৪ এর জুলাই বিপ্লবের বিজয় উল্লাসে বিএনপি’র দুই গ্রুপের পৃথক পৃথক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

কয়েকহাজার নেতাকর্মীদের নিয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা

মঙ্গলবার ৫ আগস্ট ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ চৌধুরী খোকন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাহাজুল ইসলামের নেতৃত্বে বিএনপি’র কার্যালয় থেকে কয়েকহাজার নেতাকর্মীদের নিয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনপি’র বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

অপরদিকে ফুলবাড়ী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নবীউল ইসলাম ও দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা খুরশিদ আলম মতির নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে একটি মিছিল বের হয় উক্ত মিছিলে অংশগ্রহণ করেন যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইনজীবী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান।

মিছিলটি শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে নিমতলা মোড়ে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান, এছাড়াও উপজেলা বিএনপি,ও পৌর বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Check Also

দিনাজপুরে জেলা প্রশাসনের আয়োজনে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫।

॥  আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ি (দিনাজপুর) প্রতিনিধি ॥ ৫ আগস্ট ৩৬ জুলাই হিসেবে পরিচিত এই …