॥ বিশেষ (দোহার-নবাবগঞ্জ), প্রতিনিধি ॥
ঢা কার দোহার উপজেলায় এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় জড়িত আরও একজন এখনো পলাতক রয়েছে। সোমবার (১৬ জুন) এক প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ।এরপর পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম-এর নির্দেশনায় দোহার থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে গত ১৫ জুন সিফাত হোসেনকে ঢাকার বংশাল এলাকা থেকে এবং মুশফিকুর রহমানকে নবাবগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেন।
পুলিশ জানায়, গত ১৪ মে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিট থেকে পরদিন রাত ১টা ৩০ মিনিটের মধ্যে দোহার পৌরসভার খাড়াকান্দা এলাকার একটি গ্যারেজ ঘরে ১৫ বছর বয়সী এক কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে চার যুবক। অভিযুক্তরা হলেন- উপজেলার উত্তর জয়পাড়া চৌধুরীপাড়ার সিফাত হোসেন ওরফে মনি (২২), দক্ষিণ জয়পাড়া মাঝিপাড়ার মুশফিকুর রহমান ওরফে অপু (২২), দক্ষিণ জয়পাড়ার আবির হোসেন (২০) এবং একজন অজ্ঞাতনামা যুবক।
পরে ভিকটিমের বাবা বাদী হয়ে গত ১৬ মে দোহার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন (মামলা নং-১৪)। এরপর পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম-এর নির্দেশনায় দোহার থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে গত ১৫ জুন সিফাত হোসেনকে ঢাকার বংশাল এলাকা থেকে এবং মুশফিকুর রহমানকে নবাবগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করেন।
তদন্তে উঠে আসে, সিফাত হোসেনের বিরুদ্ধে পূর্বে ৫টি ও মুশফিকুর রহমানের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। এবিষয়ে দোহার থানার ওসি (তদন্ত) নুরুন্নবী ইসলাম বলেন, আসামিদের আজ (সোমবার) আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্য আসামিদেরকেও গ্রেফতারের কার্যক্রম চলমান রয়েছে।