Tuesday , 3 December 2024

উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

॥ এ আর রাজু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সিরাজগঞ্জের উল্লাপাড়ার ব্যতিক্রমধর্মী নারী শিক্ষা প্রতিষ্ঠান উল্লাপাড়া মহিলা দাখিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা – ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী মাদরাসার খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

 

 

 শিক্ষার্থীরা কেরাত, হামদ-নাত, কবিতা আবৃত্তি, দৌড় প্রতিযোগিতা, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বালিশ খেলা, চেয়ার খেলা, ডিসপ্লে, চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজো সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

মাদরাসার ম্যানেজিং কমিটির সভাপতি মো. আহসান আলী সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: নজরুল ইসলাম, উপজেলা একাডেমি সুপারভাইজার মোঃ মোসলেম উদ্দিন, উল্লাপাড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রেজাউল করিম প্রমুখ।

অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মাদ্রাসার সুপার মো. ছোরমান আলী। অনুষ্ঠান সঞ্চালন ও পরিচালনা করেন প্রতিষ্ঠনের শারীরিক শিক্ষক রাজু আহমেদ সাহান। পরিচালনা সহযোগিতায় ছিলেন মাদরাসার শিক্ষক ও কর্মচারি বিন্দু।

এ সময় মাদরাসার শিক্ষার্থীরা কেরাত, হামদ-নাত, কবিতা আবৃত্তি, দৌড় প্রতিযোগিতা, বিস্কুট দৌড়, দড়ি লাফ, পাতিল ভাঙ্গা, বালিশ খেলা, চেয়ার খেলা, ডিসপ্লে, চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজো সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Check Also

মোংলা বন্দরের প্রভাবশালী সিবিএ’র সাবেক নেতা ফিরোজের চাকুরি শৃংখলা পরিপন্থির বিষয়ে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ ১ মাসেও কার্যকরী হয়নি, নানা প্রশ্ন ও রহস্য

॥  নিজস্ব প্রতিবেদক, মোংলা ॥ মোংলা বন্দরের দোর্দন্ড প্রভাবশালী সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কর্তৃপক্ষের …