Friday , 12 December 2025

সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল খেলায় উল্লাপাড়া উপজেলার জয়লাভ

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

নিবার ০৬ সেপ্টেম্বর ২০২৫. তারুণ্যের উৎসব সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আজ ছিল চতুর্থ দিন । বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয় ভয়ংকর কামারখন্দ উপজেলা বনাম দুর্ধর্ষ উল্লাপাড়া উপজেলা।

 

কিন্তু খেলা শেষ হওয়ার মাত্র ৫ মিনিট আগে দুর্ধর্ষ উল্লাপাড়ার খেলোয়াড় তাদের ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে ভয়ংকর কামারখন্দ উপজেলাকে শোচনীয় ভাবে পরাজিত করে জয়ের মালা ছিনিয়ে আনে ।

উভয় দলই সমান উত্তেজনাপূর্ণ খেলায় হাড্ডাহাড্ডি লড়াই করে ব্যর্থ হচ্ছিল ,  কিন্তু খেলা শেষ হওয়ার মাত্র ৫ মিনিট আগে দুর্ধর্ষ উল্লাপাড়ার খেলোয়াড় তাদের ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে ভয়ংকর কামারখন্দ উপজেলাকে শোচনীয় ভাবে পরাজিত করে জয়ের মালা ছিনিয়ে আনে । পরে শেষ চেষ্টা করেও আর গোল শোধ করতে পারেনি কামারখন্দ উপজেলা , ফলে পরাজিত হয়ে মাঠ ছাড়ে কামারখন্দ উপজেলা ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাজিস্ট্রেটগণ, উল্লাপাড়া উপজেলা পরিষদের সুযোগ্য ইউএনও মহোদয়, ক্রীড়া অফিসার নুরে এলাহী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, প্রমূখ।

Check Also

ফুলবাড়ীতে হিফজ ও জেনারেল শিক্ষার সমন্বয়ে মডেল মাদ্রাসার উদ্বোধন।

॥ আসাদুর রহমান হাবিব (দিনাজপুর) প্রতিনিধি ॥ দি নাজপুর জেলার ফুলবাড়ীতে দ্বিনি শিক্ষা ও জেনারেল শিক্ষার …