Monday , 21 July 2025
ইনসেটে পুকুরে পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ।

মোংলায় পুকুর থেকে অজ্ঞাত নবজাতকের বস্তাবন্ধি লাশ উদ্ধার

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোং লায় ছত্তারলেনের মারুফ বিল্লার বাড়ির পুকুর থেকে অজ্ঞাত এক নবজাতকের বস্তাবন্ধি লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (২০ জুলাই) সকাল ১১টার দিকে পুকুরের ঘাটে প্লাষ্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় ভাসতে দেখে পুলিশকে খবর দিলে সেখান থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

তদন্ত করার পর আসল বিষয়টি বেরিয়ে আসবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। যেকোন নারী অবৈধ গর্ভধারণ করায় ভুমিষ্ট হওয়া নবজাতককে পানিতে ফেলে দিতে পারেন বলে মনে করা স্থানীয়রা।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনিসুর রহমান ও বাড়ির মালিক জানান, সকালে তার ভাড়াটিয়া পুকুর ঘাটে গোসল করতে গেলে ঘাটের সামনে একটি নিল রঙ্গের মোড়ানো একটি বস্তা ভাসতে দেখে বাড়ির মালিককে জানায়। বাড়ির মালিক মোঃ মারুফ বিল্লাহ সেই বস্তা খুলে মানুষের মরাদেহ দেখে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ এসে পুকুর থেকে লাশটি উদ্ধার করে। বস্তাবন্ধি নবজাতটি ছেলে বলে শনাক্ত করে পুলিশ। তবে মরদেহটি মারুফ বিল্লার বাড়ির পুকুর ঘাটে পাওয়ায় সন্দেহ আরো ঘনিভুত হয়। লাশটি পাশ^বর্তী কোন বাড়ি থেকে বা অন্য কোন স্থান থেকে এনে এই পুকুরে ফেলা হয়েছে তা নিয়ে পুলিশের অনুসন্ধান চলছে। খবর পেয়ে পুকুরের ঘাট থেকে নব্য শিশু মরদেহ উদ্ধার করা হয়েছে।নবজাতকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হচ্ছে। তদন্ত করার পর আসল বিষয়টি বেরিয়ে আসবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। যেকোন নারী অবৈধ গর্ভধারণ করায় ভুমিষ্ট হওয়া নবজাতককে পানিতে ফেলে দিতে পারেন বলে মনে করা স্থানীয়রা।

Check Also

আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি নির্বাচিত হলেন

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ ভা লোর সাথে,,আলোর পথে.. আমরা আছি সকল শ্রেণীপেশার মানুষের …