॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
রা জবাড়ী জেলার পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা রাতের বেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শনে একের পর এক পূজামন্ডপে ঘুরছেন।রাতের বেলায় উপজেলা নির্বাহী অফিসারের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে পূজামন্ডপের নেতৃবৃন্দ খুশি হোন। ইউএনও এস.এম. আবু দারদা উপস্থিত সবার সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।
জানা যায়, চলতি সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে শুরু হচ্ছে সনাতন ধর্মের লোকজনের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। শান্তিপূর্ণ পরিবেশে ৫দিন ব্যাপী শারদীয় দুর্গোৎসব উদযাপনে ব্যাপক নিরাপত্তা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন প্রশাসনের কর্মকর্তারা। এরই ধারাবাহিকতায় দুর্গাপূজা শুরু হওয়ার আগেই প্রস্তুতি কার্যক্রম পরিদর্শনে নেমেছেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা।
জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার এস.এম. আবু দারদা গত ২২শে সেপ্টেম্বর রাতের বেলায় পাংশা উপজেলার সরিষা ও কলিমহর ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ, ২৩শে সেপ্টেম্বর পাট্টা ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ এবং ২৪শে সেপ্টেম্বর মৌরাট ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। এ সময় পাংশা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আসলাম হোসেন তার সঙ্গে ছিলেন।
রাতের বেলায় উপজেলা নির্বাহী অফিসারের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে পূজামন্ডপের নেতৃবৃন্দ খুশি হোন। ইউএনও এস.এম. আবু দারদা উপস্থিত সবার সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজামন্ডপে সিসি ক্যামেরা স্থাপনসহ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।