Saturday , 5 April 2025

হাতিয়ায় আসন্ন শারদীয় দুর্গোৎসবে ইউপি চেয়ারম্যানের অনুদান।

॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার দুর্গাপূজায় চর ঈশ্বর ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক চারটি মন্ডপের স্বেচ্ছাসেবক দলের জন্য অনুদান। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চর ঈশ্বর ইউনিয়নের চারটি পূজা মন্ডপের স্বেচ্ছাসেবক দলের জন্য চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলাউদ্দিন আজাদ অনুদান প্রদান করেছেন।

 

চেয়ারম্যান আলহাজ আলাউদ্দিন আজাদ বলেন এবার পূজায় আমরা সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করেছি, প্রশাসন থেকে ও বাংলাদেশ নৌবাহিনী , হাতিয়া থানার পুলিশ, আনসারের বিশেষ স্টাইকিং ফোর্স পূজা কাল চলাকালীন সার্বক্ষণিক টহলে থাকবে বলে জানান।

আজ সকালে ইউনিয়ন পরিষদে তিনি ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা সংশ্লিষ্ট কমিটির হাতে তুলে দেন। এ সময় পরিষদের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদের মেম্বার রাশেদুল ইসলাম, হাতিয়া পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দেবদুলাল সরকার,

পূজা কমিটির সভাপতি‌ (সিনিয়র শিক্ষক ) বাবুল নন্দী, মনোজ কুমার ধর ,সহ ‌ চরঈশ্বর ইউনিয়নের প্রত্যেক মন্দিরের সভাপতি সেক্রেটারি , এ সময় চেয়ারম্যান আলহাজ আলাউদ্দিন আজাদ বলেন এবার পূজায় আমরা সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করেছি, প্রশাসন থেকে ও বাংলাদেশ নৌবাহিনী , হাতিয়া থানার পুলিশ, আনসারের বিশেষ স্টাইকিং ফোর্স পূজা কাল চলাকালীন সার্বক্ষণিক টহলে থাকবে বলে জানান।

Check Also

রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন, যান চলাচল ব্যহত

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড …