Friday , 4 April 2025

উল্লাপাড়ায় ভিজিএফের চাল চুরির অভিযোগে ইউপি সচিব আটক, ১৬ বস্তা চাল উদ্ধার

॥ আরিফুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের উল্লাপাড়ায় ডিজিএফ এর ১৬ বস্তা (৮০০ কেজি) চাউল ইউনিয়ন পরিষদের কক্ষ থেকে পাওয়া গেছে।

 

বাঙলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল জানান ২২৩ জন স্লিপধারী হতদরিদ্র চাউল না পাওয়া ইউনিয়ন প্রশাসক এর সহায়তায় পরিষদের কক্ষ গুলো তল্লাশি করে ৮শ কেজি চাউল পাওয়া যায়। তবে ২২শ কেজি চাউল থাকার কথা।

মঙ্গলবার (২৫ মার্চ) উল্লাপাড়ার বাঙালা ইউনিয়নে ঈদ উপলক্ষে অসহায় দুস্থ মানুষের মাঝে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়।

জানা গেছে, স্লিপের মাধ্যমে ২৪শ ৮৩ জন সুবিধাভোগীদের মাঝে চাউল বিতরণ করার কথা থাকলে এরমধ্যে ২২৩ জন সুবিধাভোগী চাউল পায়নি। পরবর্তী ইউনিয়ন পরিষদ থেকে জানানো হয় চাউল ফুরিয়ে গেছে। বিষয়টি নিয়ে স্লিপধারী হতদরিদ্র মানুষের সাথে ইউনিয়ন পরিষদ সচিব হেলাল উদ্দিন এর সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এরপর্যায়ে বাঙালা ইউনিয়ন ইউনিয়ন পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সহায়তায় পরিষদের বিভিন্ন কক্ষ তল্লাশি করে ২ টি কক্ষ থেকে সাদা বস্তা ভর্তি ৮০০ কেজি চাউল পাওয়া যায়।

অভিযোগ উঠেছে ২২শ কেজি চাউল এর মধ্যে ৮০০ কেজি পাওয়া গেলেও ইউপি সচিব হেলাল উদ্দিন আগেই ১৪শ কেজি চাউল সরিয়ে ফেলেছে।

পরবর্তী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইদুর ইসলাম মগুল জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহায়তায় উদ্ধারকৃত চাউল এবং ইউনিয়ন পরিষদের সচিব হেলাল উদ্দিন কে থানায় নিয়ে আসে।

বাঙলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল জানান ২২৩ জন স্লিপধারী হতদরিদ্র চাউল না পাওয়া ইউনিয়ন প্রশাসক এর সহায়তায় পরিষদের কক্ষ গুলো তল্লাশি করে ৮শ কেজি চাউল পাওয়া যায়। তবে ২২শ কেজি চাউল থাকার কথা।

উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান গ্লোবাল সংবাদ কে জানান, সন্ধ্যা ৭ টার দিকে চাউল থানায় নিয়ে আসা হয়েছে এর-সাথে ইউপি সচিব কে থানা হেফাজতে রেখে জিজ্ঞেসবাদ করা হচ্ছে। কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত জানান চাল চুরির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে ।

ঈদ উপলক্ষে দুস্থদের জন্য বরাদ্দকৃত চাল চুরি হওয়ার ঘটনা দুর্নীতির ধারাবাহিকতার স্থানীয়রা মনে করছেন।

Check Also

রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন, যান চলাচল ব্যহত

॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥ নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ড …