Tuesday , 1 July 2025

ফুলবাড়ীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

॥  আসাদুর রহমান হাবিব ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি ॥

দি নাজপুরের ফুলবাড়ীতে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬জুন সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে এ আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

 

১৬জুন সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলীর সভাপতিত্বে এ আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন,ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মহীব্বুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান,কৃষি কর্মকর্তা শাহানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান,মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম,বেতদিঘী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান, এশিয়ান টেলিভিশন এর প্রতিনিধি কবির সরকার,ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আশরাফুল আলম,কোয়ালিটি টিভির প্রতিনিধি আল আমিন বিন আমজাদ, ফুলবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, দৈনিক সময়ের কথা ও সময়ের প্রত্যাশা পত্রিকার প্রতিনিধি আসাদুর রহমান হাবিব সহ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় শুরুতে ফুলবাড়ীর আইন-শৃঙ্খলার সার্বিক বিষয়ে তুলে ধরেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মহীব্বুল ইসলাম পরে উন্মুক্ত আলোচনার মধ্য দিয়ে ফুলবাড়ির আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো স্বাভাবিক করতে সিদ্ধান্ত গৃহীত হয়।

Check Also

দীর্ঘদিনের দ্বন্দ্ব মীমাংসা করে দিলেন গ্রাম্য প্রধান এবং মানবাধিকার ফাউন্ডেশন:

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ বা দী/ বিবাদী পরস্পর নিজের মামা ভাগ্নে । বসত …