Saturday , 5 July 2025

পাটুরিয়া ৫ নাম্বার ফেরি ঘাটে রজনীগন্ধা নামে ইউটিলিটি ফেরি ডুবি। ১ জন নিখোঁজ,

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

পাটুরিয়া – দৌলতদিয়া নৌ রুটে, পাটুরিয়া ৫ নাম্বার ফেরি ঘাটে রজনীগন্ধা নামে ইউটিলিটি ফেরি ডুবি। ১ জন নিখোঁজ, পুলিশ ও বিআইডব্লিউটিসির পাল্টা পাল্টি বক্তব্য প্রদান করেন।

 

বিআইডব্লিউটিসির, জিএম খালেদ নেওয়াজ বলেন, রাত ১ টার সময় ফেরিটি ৯ টি ট্রাক নিয়ে দৌলতদিয়া ফেরি ঘাট থেকে ছেড়ে আসে ঘন কুয়াশার কারনে ফেরি টি নদীতে নঙ্গর করে রাখে, বালু বহনকারী বালহেক্ডের ধাক্কায় ফেরি টি ডুবে যায়।

দক্ষিণ – পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ রুট পাটুরিয়া – দৌলতদিয়া নৌ রুটের পাটুরিয়া ৫ নাম্বার ফেরি ঘাটের অদুরে রজনীগন্ধা নামে একটি ইউটিলিটি ফেরি ( ছোট ফেরি) যমুনা নদীতে ডুবে গেছে। ১৭ জানুয়ারি সকাল ৮ ঘটিকায় এ দূর্ঘটনা ঘটে।

বিআইডব্লিউটিসির, জিএম খালেদ নেওয়াজ বলেন, রাত ১ টার সময় ফেরিটি ৯ টি ট্রাক নিয়ে দৌলতদিয়া ফেরি ঘাট থেকে ছেড়ে আসে ঘন কুয়াশার কারনে ফেরি টি নদীতে নঙ্গর করে রাখে, বালু বহনকারী বালহেক্ডের ধাক্কায় ফেরি টি ডুবে যায়।

Check Also

সলংগার রামকৃষ্ণপুরে ৪৪ তম বিসিএসে “নিরীক্ষা ও হিসাব”ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছেন কৌশিকুর রহমান।

॥ এম আরিফুল ইসলাম, সলঙ্গা , (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ স লংগার রামকৃষ্ণপুরে ৪৪ তম বিসিএসে “নিরীক্ষা …