॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥
পাটুরিয়া – দৌলতদিয়া নৌ রুটে, পাটুরিয়া ৫ নাম্বার ফেরি ঘাটে রজনীগন্ধা নামে ইউটিলিটি ফেরি ডুবি। ১ জন নিখোঁজ, পুলিশ ও বিআইডব্লিউটিসির পাল্টা পাল্টি বক্তব্য প্রদান করেন।
বিআইডব্লিউটিসির, জিএম খালেদ নেওয়াজ বলেন, রাত ১ টার সময় ফেরিটি ৯ টি ট্রাক নিয়ে দৌলতদিয়া ফেরি ঘাট থেকে ছেড়ে আসে ঘন কুয়াশার কারনে ফেরি টি নদীতে নঙ্গর করে রাখে, বালু বহনকারী বালহেক্ডের ধাক্কায় ফেরি টি ডুবে যায়।
দক্ষিণ – পশ্চিমাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ রুট পাটুরিয়া – দৌলতদিয়া নৌ রুটের পাটুরিয়া ৫ নাম্বার ফেরি ঘাটের অদুরে রজনীগন্ধা নামে একটি ইউটিলিটি ফেরি ( ছোট ফেরি) যমুনা নদীতে ডুবে গেছে। ১৭ জানুয়ারি সকাল ৮ ঘটিকায় এ দূর্ঘটনা ঘটে।
বিআইডব্লিউটিসির, জিএম খালেদ নেওয়াজ বলেন, রাত ১ টার সময় ফেরিটি ৯ টি ট্রাক নিয়ে দৌলতদিয়া ফেরি ঘাট থেকে ছেড়ে আসে ঘন কুয়াশার কারনে ফেরি টি নদীতে নঙ্গর করে রাখে, বালু বহনকারী বালহেক্ডের ধাক্কায় ফেরি টি ডুবে যায়।