Tuesday , 14 October 2025
(ঢাকা কলেজের শিক্ষক কর্মকর্তাদের উপর দুষ্কৃতিকারীদের হামলার প্রতিবাদে মঙ্গলবার পাংশা সরকারী কলেজে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়)

ঢাকা কলেজের শিক্ষক কর্মকর্তাদের উপর দুষ্কৃতিকারীদের হামলার প্রতিবাদে পাংশা সরকারী কলেজে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥

ঢা কা কলেজের সম্মানিত শিক্ষক কর্মকর্তা, নিয়মিত মেধাবী শিক্ষার্থীদের উপর দুষ্কৃতিকারীদের হামলা, টিচার্স লাউঞ্জ ভাংচুরের ঘটনায় দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং শিক্ষা ক্যাডারের স্বার্থ সংশ্লিষ্ট দাবির প্রেক্ষিতে পাংশা সরকারী কলেজে মঙ্গলবার (১৪ অক্টোবর) দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি, কালো ব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

 টিচার্স লাউঞ্জ ভাংচুরের ঘটনায় দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং শিক্ষা ক্যাডারের স্বার্থ সংশ্লিষ্ট দাবির প্রেক্ষিতে পাংশা সরকারী কলেজে মঙ্গলবার (১৪ অক্টোবর) দিনব্যাপী সর্বাত্মক কর্মবিরতি,

পাংশা সরকারী কলেজের বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন এ কর্মসূচির আয়োজন করে। জানা যায়, সকাল ১০টার দিকে কর্মসূচিতে সংহতি প্রকাশ করে পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আইয়ুব আলী সরদার ও পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম মনোয়ারুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। পাংশা সরকারী কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধান ও প্রভাষকবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

Check Also

দিনাজপুরে বিশ্ব মান দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত।

॥  আসাদুর রহমান হাবিব,  দিনাজপুর প্রতিনিধি ॥ দি নাজপুর জেলা প্রশাসক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের …