॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥
এ মন ভুবন করিবে গঠন, মরিলে হাসিবে সবাই, কাঁদিবে ভুবন। সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার ৮নং দেশী গ্রাম ইউনিয়ন বিএনপি কে যিনি সু-সংগঠিত করে রেখেছিলেন তিনি হচ্ছেন সাবেক চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মোঃ জমশের আলী তালুকদার।
বট বৃক্ষের ছায়ার মতো সকল শ্রেণী পেশার মানুষের মাঝে স্নেহের পদচারণায় মুখরিত ছিল উনার জীবন।
৮০ র দশক-৯০ র দশকের হেবি ওয়েট প্রার্থীদের কে পরাজিত করে জনগণের প্রত্যক্ষ ভোটে যিনি নির্বাচিত হয়েছিলেন চেয়ারম্যান পদে তিনি হচ্ছেন সদ্যপ্রয়াত : সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জমশের আলী তালুকদার। দলমত নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের হৃদয়ের স্পন্দন ছিলেন তিনি।
অত্র দেশী গ্রাম ইউনিয়নে হেভী ওয়েট প্রার্থীদের মধ্যে একমাত্র তিনি ছিলেন জীবন্ত কিংবদন্তি। বট বৃক্ষের ছায়ার মতো সকল শ্রেণী পেশার মানুষের মাঝে স্নেহের পদচারণায় মুখরিত ছিল উনার জীবন। ওনার চলে যাওয়ায় দেশী গ্রাম ইউনিয়নে যে শূন্যতা সৃষ্টি হলো, তাহা কখনো পূরণ হবার নয়। ওপারে তিনি ভালো থাকবেন, আল্লাহ যেন ওনাকে বেহেশত নসীব করান এমনটাই প্রত্যাশা অত্র ইউনিয়ন বাসির।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল