Tuesday , 16 December 2025

রায়গঞ্জে মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

হান বিজয় দিবস উপলক্ষে রায়গঞ্জ উপজেলা মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভা ও দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রায়গঞ্জ উপজেলার ভূঞাগাঁতী এলাকায় অবস্থিত শাখা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা, মানবাধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়গঞ্জ উপজেলা মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি সুশান্ত কুমার তালুকদার। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি রফিকুল ইসলাম (রতি), সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক রানা ও মোঃ শাহিন হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি প্রফেসর শংকর কুমার দাস, ৩নং সহসভাপতি মোঃ নুরুল ইসলাম (বুদ্ধ), কার্যনির্বাহী সদস্য মোঃ সুরুত জামান, দুতি রাম তালুকদার ও দীপেশ (মোদক)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূঞাগাঁতী হাই স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব মনিরুজ্জামানসহ বিদ্যালয়ের সকল শিক্ষক মণ্ডলী। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা, মানবাধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

Check Also

এনায়েতপুরে বিএনপির মহান বিজয় দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

॥ সোহেল রানা, চৌহালি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জ জেলার এনায়েতপুরে ১নং সদিয়াচাঁদপুর ইউনিয়ন নির্বাচন পরিচালনায় …