Tuesday , 16 December 2025

বেলকুচিতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত

॥  আশিকুর রহমান জুয়েল, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের বেলকুচিতে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে। ভোর ৬ টা ৩৪ মিনিটে তপোধ্বির মধ্য দিয়ে শুরু হয় মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।

 

মুক্তিযোদ্ধা সংগঠন , রাজনৈতিক সংগঠনের নেতারাসহ , উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও সমাজের নানা শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।দুপুরে মসজিদে মসজিদে মুক্তিযুদ্ধে নিহত শহীদের জন্য দোয়া করা হয় ।

এরপরে সকালে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংগঠন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা, সাংবাদিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তক অর্পণ করেন।সকাল ৯ টায় সোহাগপুর নতুন পাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান ও বেলকুচি থানার অফিসার ইনচার্জ মোঃ জহুরুল ইসলাম ও মুক্তিযোদ্ধারা। পরে বিভিন্ন স্কুল কলেজের থেকে আগত শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও ডিসপ্লে পরিদর্শন করেন । এরপরে মহান বিজয় দিবস উপলক্ষে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ও কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনকারীদের এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা প্রশাসন।

এসময় মুক্তিযোদ্ধা সংগঠন , রাজনৈতিক সংগঠনের নেতারাসহ , উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও সমাজের নানা শ্রেণীর মানুষ উপস্থিত ছিলেন।দুপুরে মসজিদে মসজিদে মুক্তিযুদ্ধে নিহত শহীদের জন্য দোয়া করা হয় ।

হাসপাতালে বিশেষ খাবারের আয়োজন করা হয়। বিকেলে সর্ব সাধারণের অংশগ্রহণে আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Check Also

মোংলায় উন্মক্ত রাখা হয় নৌ বাহিনী ও কোস্টগার্ডের দুটি যুদ্ধ জাহাজ

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ ম হান বিজয় দিবস উপলক্ষে মোংলা বন্দরে জনসাধারনের …