Monday , 30 June 2025

দীর্ঘদিনের দ্বন্দ্ব মীমাংসা করে দিলেন গ্রাম্য প্রধান এবং মানবাধিকার ফাউন্ডেশন:

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

বা দী/ বিবাদী পরস্পর নিজের মামা ভাগ্নে । বসত বাড়ির সীমানা নির্ধারণ কে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলে আসছিল দ্বন্দ্ব , উভয় পক্ষে থানায় মামলা চলছিল। কিন্তু সুরাহা হচ্ছিল না ।

বিষয়টি নজরে এলে, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মন্ডলী এবং ঢাকা কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল জনাব মোঃ আব্দুল মতিন সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামের ঘটনাস্থলে ছুটে যান এবং স্থানীয় গ্রাম্য প্রধানদের নিয়ে ২৮ জুন ২০২৫ সকল গ্রামবাসীর উপস্থিতিতে সালিশী বৈঠক বসান ।

 

উক্ত বৈঠকে সভাপতির নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি সালিশি বোর্ড গঠন করা হয় এবং উভয় পক্ষের জবানবন্দির মাধ্যমে জানা যায় বাদী /বিবাদী রক্তের সম্পর্ক মামা ভাগ্নে । বাড়ির সীমানা নির্ধারণ কে কেন্দ্র করে মনোমালিন্য সৃষ্টি হলে এই বিরোধের সৃষ্টি হয়।

বাদী মোঃ ইকবাল হোসেন, পিতা মৃত হাসমত উল্লাহ সরকার, গ্রাম দৌলতপুর, পোস্ট অফিস দৌলতপুর, উপজেলা বেলকুচি, জেলা সিরাজগঞ্জ। বিবাদী: মোঃ হারেজ আলী গং, পিতা মৃত বাছের উদ্দিন মোল্লা, গ্রাম দৌলতপুর, বেলকুচি, সিরাজগঞ্জ। জমিজমা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে আরও তীব্র উত্তেজনা বিরাজ করলে, মানবাধিকার সংগঠন এবং সম্মানিত গ্রাম্য প্রধানদের সহায়তায় সালিশি বৈঠকে সর্বসাধারণের সম্মতিক্রমে সম্মানিত সভাপতির আসন অলংকৃত করেন দৌলতপুর গ্রামের কৃতি সন্তান, দুলাল চৌধুরী, সহকারি অধ্যাপক দৌলতপুর ডিগ্রী কলেজ ।

উক্ত বৈঠকে সভাপতির নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি সালিশি বোর্ড গঠন করা হয় এবং উভয় পক্ষের জবানবন্দির মাধ্যমে জানা যায় বাদী /বিবাদী রক্তের সম্পর্ক মামা ভাগ্নে । বাড়ির সীমানা নির্ধারণ কে কেন্দ্র করে মনোমালিন্য সৃষ্টি হলে এই বিরোধের সৃষ্টি হয়। ফলে তিনজন অভিজ্ঞ আমিন দ্বারা প্রকৃত জায়গা সার্ভে করে সঠিক সীমানা নির্ধারণ করে বুঝিয়ে দেওয়া হয় এবং বিবাদীর দাবীকৃত বাথরুমের হাউজ এক মাসের মধ্যে বাদি ভেঙ্গে দিয়ে নিজের জায়গা নির্মাণ করে নেবে।

প্রকাশ থাকে যে, উভয়পক্ষ আর কোন ঝগড়া বিবাদে জড়াবেন না,, মর্মে উভয়পক্ষ অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন যাহা সালিশি বৈঠকের সভাপতির নিকট জমা রাখা আছে। যদি এই রায় উভয়পক্ষ ভঙ্গ করেন, তাহলে- ৫০০০০/=( পঞ্চাশ হাজার) টাকা রায় ভঙ্গ কারীকে জরিমানা প্রদান করিতে বাধ্য থাকিবেন । এই সালিশের যাবতীয় বিবরণ সত্য। এই রায়ে উভয়পক্ষ এবং গ্রামবাসী সকলেই খুশি হয়েছেন এবং সাধুবাদ জানিয়েছেন ।

উল্লেখ্য, উভয়পক্ষ নিজ দায়িত্বে থানায় গিয়ে মামলা তুলে নিয়ে আসবেন। এ সময় উপস্থিত ছিলেন, সম্মানিত সভাপতি দুলাল চৌধুরী, সহকারি অধ্যাপক দৌলতপুর ডিগ্রী কলেজ, মোঃ আব্দুল মতিন , আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা শাখার উপদেষ্টা এবং ঢাকা কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, মোঃ সাইফুল ইসলাম,জাহাঙ্গীর আলম, আব্দুল মান্নান মন্ডল, রফিকুল আলম, ফারুক হোসেন, লিটন খান, আব্দুস সালাম, সার্ভেয়ার: আব্দুস সালাম ভূঁইয়া, আব্দুল ওয়াহাব আকন্দ, নুর আলম সরকার, প্রমূখ ।

Check Also

৩০৩ জন V W B কার্ড ধারীদের মাঝে চাউল বিতরণ করলেন ৮ নং দেশী গ্রাম ইউপি চেয়ারম্যান জ্ঞানেন্দ্র নাথ বসাক:

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ র বিবার ২৯ জুন ২০২৫. সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার ৮ …