Friday , 4 April 2025

সাতক্ষীরায় মৃত শ্রমিকদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করলো ভি,আই,পি,শ্রমিক ইউনিয়ন

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥

সাতক্ষীরা জেলার ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্রাংলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) খুলনা-১২৭৫/৯৮ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মৃত শ্রমিকদের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।শুক্রবার বিকালে ইউনিয়নের সভাপতি বকুল মোড়ল, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ বাবু ,এবং যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলামের নেতৃত্বে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

“উপহারসামগ্রী হাতে পেয়ে মৃত শ্রমিকদের পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা শুধু উপহার নয়, বরং তাদের প্রতি একটি মানবিক দায়িত্ববোধের প্রতিফলন।

উপহার বিতরণ অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন। সংগঠনের নেতৃবৃন্দ জানান, ঈদ উপলক্ষে মৃত শ্রমিকদের পরিবারের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব, এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়া হবে। উপহার বিতরণের সময় সংগঠনের নেতারা বলেন, “শ্রমিকরা আমাদের সমাজের অন্যতম স্তম্ভ।যারা অক্লান্ত পরিশ্রম করে যান, তাদের পরিবারকে আমরা ভুলে যেতে পারি না। ঈদের আনন্দ সবার জন্য এটাই আমাদের প্রচেষ্টা।

“উপহারসামগ্রী হাতে পেয়ে মৃত শ্রমিকদের পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এই সহায়তা শুধু উপহার নয়, বরং তাদের প্রতি একটি মানবিক দায়িত্ববোধের প্রতিফলন।

প্রতি বছর এই ধরনের মানবিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে শ্রমিক সংগঠনটি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের ঈদের আনন্দে শামিল করার চেষ্টা এবং এ ধরনের উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন শ্রমিক ইউনিয়নের নেতারা।

Check Also

স্বামীর অপরাধ ঢাকতে মরিয়া হয়ে উঠেছে স্ত্রী

॥ আরিফুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ উ ল্লাপাড়া পৌর শহরের সরকারি আকবর আলী কলেজ গেট …