Thursday , 2 October 2025

জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূজামণ্ডপ পরিদর্শন।

॥  আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥

দি নাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দরা।

 

তিনি পূজামণ্ডপ গুলোতে ঘুরে ঘুরে পূজা উদযাপন পরিষদ কমিটির সদস্যবৃন্দ ও মন্ডপ কমিটির সভাপতি সম্পাদক দায়িত্বপ্রাপ্তদের সাথে কুশল বিনিময় করেন।

বুধবার ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন দিনাজপুর (৫) পার্বতীপুর ফুলবাড়ী আসনের জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ন মূখ্য সমন্বয়ক ডাঃ মোঃ আব্দুল আহাদ।

তিনি পূজামণ্ডপ গুলোতে ঘুরে ঘুরে পূজা উদযাপন পরিষদ কমিটির সদস্যবৃন্দ ও মন্ডপ কমিটির সভাপতি সম্পাদক দায়িত্বপ্রাপ্তদের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপি ফুলবাড়ী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী ইমরান চৌধুরী নিশাদ,
যুগ্ন সমন্বয়কারী জাকির হোসেন,বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কমিটির ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত,পুজা উদযাপন পরিষদ কমিটির সদস্য সম্ভু প্রসাদ,কেন্দ্রীয় কালী মন্দির কমিটির সভাপতি জয় প্রকাশ গুপ্ত,কোষাধক্ষ্য সঞ্জয় গুপ্ত,প্রচার সম্পাদক সৌরভ পালিতসহ ফুলবাড়ী উপজেলা শাখার এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কুশল বিনিময় শেষে ডাঃ আব্দুল আহাদ মন্দিরে উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, ২৪ এর আন্দোলনে দেশ নতুন করে স্বাধীন হয়েছে বৈষম্যহীন দেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আগামীর বাংলাদেশে মানুষ নিজ নিজ ধর্ম পালনে যেনো স্বাধীনতা পায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এ সময় পূজা উদযাপন পরিষদ কমিটির আহ্বায়ক আনন্দ কুমার গুপ্ত জানান এবছর ফুলবাড়ী উপজেলার ৬১টি পূজা মন্ডপে শান্তিপুর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি শিথিল
রয়েছে আগামীতেও দল মত নির্বিশেষে সকলেই যেনো নিজ নিজ ধর্ম শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারে সেই লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান করেন।

Check Also

হাতিয়ায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শান্তি পূর্ণ ভাবে সমাপ্ত।।

॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥ স নাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় …