Tuesday , 4 February 2025

কবিরহাটে ভোটার হালনাগাদ কর্মসূচির সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥

বাংলাদেশ নির্বাচন কমিশনের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি ২০২৫ উপলক্ষে সারাদেশের ন্যায় নোয়াখালী কবিরহাট উপজেলায় হালনাগাদ কার্যক্রম চলছে।

 

 

একই সাথে এই উপজেলাতেও কার্যক্রমটি চালু হয়ে আগামী ১৬ ফেব্রুয়ারি ডাটা এন্টির মাধ্যমে এই ভোটার হালনাগাদ কার্যক্রম শেষ হবে বলে জানান নির্বাচন কর্মকর্তা।

তারই ধারাবাহিকতায় উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভার আয়োজন করা হয়।

কবিরহাট উপজেলা সহকারী (ভূমি) নিগার সুলতানার সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কবিরহাট থানার উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব বড়ুয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শুভব্রত রায়, বীর মুক্তি যুদ্ধা, এনামুল হক, কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অহিদুজ্জামান বাবুল, সদর নরোত্তমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান’সহ ভোটার হালনাগাদ কার্যক্রমের দায়িত্বে থাকা অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

এর আগে গত ২০ জানুয়ারি থেকে সারাদেশ বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে। একই সাথে এই উপজেলাতেও কার্যক্রমটি চালু হয়ে আগামী ১৬ ফেব্রুয়ারি ডাটা এন্টির মাধ্যমে এই ভোটার হালনাগাদ কার্যক্রম শেষ হবে বলে জানান নির্বাচন কর্মকর্তা। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে নতুন ভোটার হালনাগাদ নিয়ে সুবিধা ও অসুবিধা নিয়ে বেশি কিছু প্রশ্ন এবং পরামর্শ প্রদান করা হয়েছে।

সকলের প্রতি কবিরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোস্তফা কামাল অনুরোধ করে বলেন, আপনারা সবাই একটু খেয়াল রাখবেন, যাতে করে কেউ ভুল তথ্য বা ভুল কাগজপত্র দিয়ে কোন ভাবেই ভোটার না হতে পারে, কোন রোহিঙ্গা যেনো ভোটার না হতে পারে সেই দিকেও আমাদের সজাগ থাকতে হবে। ডাটা এন্ট্রি বা ছবি তোলার সময় সকলের সার্বিক সহযোগিতা কমনা করেন এই কর্মকর্তা।

Check Also

পাংশায় ‘জুলাই বিপ্লবে রাজবাড়ী জেলা’ স্মারক গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

॥  পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি ॥ রাজবাড়ী জেলার পাংশা শহরস্থ এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগার ও …