Saturday , 13 September 2025

চোরদের ভোট দিলে দেশের উন্নয়ন হবে না বেলকুচিতে কর্মী সম্মেলনে মুফতি মোঃ নুরুন নাবী।

॥ আশিকুর রহমান, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

২ই সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় চাঁদ মেটুয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বেলকুচি শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনিত সিরাজগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্যপদ পদপ্রার্থী একথা বলেন।

 

আমাদের দেশকেও এরকম একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব যদি দেশে ইসলামিক দলগুলোর শাসন প্রতিষ্ঠা করতে পারে। ইসলামিক দলগুলো ঐক্য হয়ে সরকার গঠন করতে পারলে আমাদের দেশ কেউ চীনের মত উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব তিনি এর ব্যাখ্যা দিয়ে বলেন ইসলামিক দলগুলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাজনীতি করে চুরি করার জন্য রাজনীতি করে না।

বাংলাদেশকে চীনের সাথে তুলনা করেন তিনি বলেন চীন একসময় একটি অনুন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচিত ছিল। কিন্তু আজ চীন বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। চীন বিভিন্ন দেশকে তাদের দেশে বিনিয়োগ করার জন্য কল কারখানা শিল্প-কারখানা স্থাপন করার জন্য আহ্বান জানায় ।এতে করে চিনে গড়ে ওঠে প্রচুর শিল্প কারখানা যা আজকে সারা বিশ্বের চীন উন্নয়নের রোল মডেল হয়ে দাঁড়িয়েছে।

আমাদের দেশকেও এরকম একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব যদি দেশে ইসলামিক দলগুলোর শাসন প্রতিষ্ঠা করতে পারে। ইসলামিক দলগুলো ঐক্য হয়ে সরকার গঠন করতে পারলে আমাদের দেশ কেউ চীনের মত উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব তিনি এর ব্যাখ্যা দিয়ে বলেন ইসলামিক দলগুলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাজনীতি করে চুরি করার জন্য রাজনীতি করে না।

আমরা নিজেরা পকেট থেকে টাকা খরচ করে আমাদের দল পরিচালনা করি।তিনি তার বক্তব্যে আরও বলেন স্বাধীনতার ৫৪ বছর হলেও আমরা এখনো উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারেনি যারা বারবার ক্ষমতায় এসেছে তারা যদি লুটপাট ও চুরির রাজনীতি না করতো তাহলে আমাদের দেশটা চীনের মতো উন্নত রাষ্ট্র হয়ে যেত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ শাখার সভাপতি প্রভাষক মাওলানা আব্দুস সামাদ, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বেলকুচি শাখায় সভাপতি মাওলানা রেজাউল করিম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ধুকুরিয়া বেড়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মোঃ নুরুল ইসলাম। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।

Check Also

সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ২-১, গোলে রায়গঞ্জ,কে পরাজিত করে ফাইনালে উল্লাপাড়া উপজেলা

॥ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ “তা রুণ্যের উৎসবে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে”- সিরাজগঞ্জ ডিসি …