॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সি রাজগঞ্জ-৩ (রায়গঞ্জ–তাড়াশ–সলংগা) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত এমপি পদপ্রার্থী ভিপি আইনুল হক সাহেব পবিত্র তাড়াশ নওগাঁ মাজার শরীফ জিয়ারতের মধ্য দিয়ে তাঁর নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন।
ভিপি আইনুল হক বলেন, “দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় আপসহীন। এই আসনের মানুষের সুখ-দুঃখ, উন্নয়ন ও ন্যায়বিচারের সংগ্রামে আমি আপনাদের পাশে থাকতে চাই। সবাই ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।”
জিয়ারত শেষে স্থানীয় নেতাকর্মীদের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এ সময় তাড়াশ যুবদলের পক্ষ থেকে মোস্তফা মিরজার নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাড়াশ পৌরসভার সংগ্রামী সাধারণ সম্পাদক রাশেদুল হাসান, আব্দুল বারীক, ওমর ফারুক, তপন কুমার গৌসামি, সলংগা থানা বিএনপির সভাপতি আঃ আলিম, আমিনুল ইসলাম টুটুল, মতিয়ার রহমান মতি, সাবেক সভাপতি সলঙ্গা থানা বিএপি আলহাজ্ব শামচুল ইসলাম (সাবেক সভাপতি, রায়গঞ্জ থানা বিএনপি), খ. ম. আফসার আলী (সভাপতি, তাড়াশ থানা বিএনপি), খন্দকার সেলিম জাহাঙ্গীর (সাবেক সভাপতি)সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ভিপি আইনুল হক বলেন, “দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় আপসহীন। এই আসনের মানুষের সুখ-দুঃখ, উন্নয়ন ও ন্যায়বিচারের সংগ্রামে আমি আপনাদের পাশে থাকতে চাই। সবাই ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব।” অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা। বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ আসনে ভিপি আইনুল হকই জনগণের পছন্দের প্রার্থী। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল