॥ সাদ্দাম উদ্দিন (রাজ), নরসিংদী জেলা প্রতিনিধি ॥
ন রসিংদীর রায়পুরা উপজেলায় পরিত্যক্ত অবস্থায় জেলখানার লুট হওয়া একটি চায়না রাইফেল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল (রোববার) রাতে উপজেলার বালুয়াকান্দি খলাপাড়া বাজার সংলগ্ন একটি জঙ্গল থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। এ সময় আরও একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর তথ্যমতে, লুট হওয়া চায়না রাইফেল সম্পর্কে সঠিক তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কায়েস আকন্দ জানান, উদ্ধার হওয়া চায়না রাইফেলটি নরসিংদী জেলা কারাগার থেকে লুট হওয়া অস্ত্র। এ বিষয়ে তদন্ত চলছে। তিনি বলেন, অস্ত্র দুটির অবৈধ ব্যবহারকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য গোয়েন্দা পুলিশ তৎপরতা চালাচ্ছে।
এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অবৈধ অস্ত্রের তথ্য প্রদানে উৎসাহিত করতে সরকার পুরস্কারও ঘোষণা করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর তথ্যমতে, লুট হওয়া চায়না রাইফেল সম্পর্কে সঠিক তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে। স্থানীয় এলাকায় অস্ত্র উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও জনগণকে সহযোগিতার আহ্বান জানিয়েছে পুলিশ।