॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥
রাজবাড়ীর গোয়ালন্দে দীর্ঘ ৮ বছর পর বিদেশ থেকে স্বামী বাড়িতে এসে বাড়ীতে এসে স্বামী আলআমিন স্ত্রীর পপি (৩০) এর ঝুলন্ত মরাদেহ দেখলেন।
স্বামী আলামিন দীর্ঘ ৯ বছর পর বিদেশ থেকে বাড়িতে এসে স্ত্রীকে ঝুলে থাকতে দেখে চিৎকার দিলে আশপাশের ও পরিবারের লোকজন এসে লোহার শাবল দিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ঝুলন্ত পপি কে নিচে নামায়।
নিহত পপি দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপোচা জটু মিস্ত্রির পাড়ার এলাকার ইরাক প্রাবাসী আলামিনের স্ত্রী। ইরাক থেকে তিনি আজই দেশে ফিরছেন। আদিব মন্ডল (১৩)নামে তার একটি ছেলে সন্তান রয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দেবগ্রাম পূর্ব তেনাপোচা জটু মিস্তির পাড়ায় এই ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পূর্ব তেনাপোচা জটু মিস্ত্রীর পাড়ায় নিজের বসত ঘরের মধ্যে কাঠের আড়ার সাথে নিজ পরনের কাপড় পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। স্বামী আলামিন দীর্ঘ ৯ বছর পর বিদেশ থেকে বাড়িতে এসে স্ত্রীকে ঝুলে থাকতে দেখে চিৎকার দিলে আশপাশের ও পরিবারের লোকজন এসে লোহার শাবল দিয়ে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ঝুলন্ত পপি কে নিচে নামায়।
স্থানীয় ইউপি সদস্য মো. আজাদ মোল্লা জানান, মেয়েটি অনেক ভালো ছিলো। সবার সাথে হাসি খুশি ভাবেই কথা বলতো। সকালেও মেয়েটি সবার সাথে কথা বলেছে, কি কারনে গলায় ফাঁস নিলো আমরা বুঝতে পারছি না।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনা পরবর্তী আইনগত প্রক্রিয়াধীন।