Friday , 4 April 2025

স্বামীর অপরাধ ঢাকতে মরিয়া হয়ে উঠেছে স্ত্রী

॥ আরিফুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

ল্লাপাড়া পৌর শহরের সরকারি আকবর আলী কলেজ গেট সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করে আসা লিয়াকত ও তার স্ত্রী নিজ কুকর্ম ঢাকতে প্রভাবশালীদের দরজা থেকে বিতাড়িত হয়ে এবার ভিন্ন পথে হাঁটতে শুরু করেছে।

 

বিস্তারিত ঘটনা জানতে পেরে মীমাংসার লক্ষ্যে আমরা এলাকাবাসী বাড়িওয়ালার বাসায় গিয়ে হাজির হই এবং উভয় পক্ষের নিকট থেকে ঘটনা শোনার পর সাধারণ ক্ষমার বিনিময়ে উভয়কে মিলিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু সে সময় উত্তেজনা বসত লাঞ্ছিত হওয়া ওই নারীর স্বামী লিয়াকতের গালে একটি থাপ্পড় মারে ।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, লুৎফর ডাক্তারের বাসার ভাড়াটিয়া লিয়াকত এক মার্চ ঈদের পরের দিন সন্ধ্যা রাতে প্রতিবেশীর বাড়ির অন্ধকার গলিতে পূর্বে থেকে ওত পেতে বসেছিলেন এ সময় পার্শ্ববর্তী এক হিন্দু দোকানদারের স্ত্রী তার স্বামীর দোকান থেকে ফেরার সময় লম্পট লিয়াকত তাকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে ।

শারীরিকভাবে লাঞ্ছিত হওয়া ওই নারীর জবানবন্দী অনুযায়ী জানা যায় লম্পট লিয়াকত পূর্বে থেকেই কু-মতলবে বসেছিল সুযোগ পেয়ে সে আমাকে জড়িয়ে ধরে শারীরিকভাবে লাঞ্চিত করার চেষ্টা করে এ সময় আমি চিৎকার করে পালিয়ে যাই এবং আমার স্বামীকে বিষয়টি জানাই অতঃপর বাড়িয়ালার বাড়িতে এদিন রাত্রেই একটি ঘরোয়া বৈঠকের মাধ্যমে অভিযোগ নিষ্পত্তি করা হয়।

উক্ত বৈঠকে উপস্থিত বাবু জানান, বিস্তারিত ঘটনা জানতে পেরে মীমাংসার লক্ষ্যে আমরা এলাকাবাসী বাড়িওয়ালার বাসায় গিয়ে হাজির হই এবং উভয় পক্ষের নিকট থেকে ঘটনা শোনার পর সাধারণ ক্ষমার বিনিময়ে উভয়কে মিলিয়ে দেওয়ার চেষ্টা করি কিন্তু সে সময় উত্তেজনা বসত লাঞ্ছিত হওয়া ওই নারীর স্বামী লিয়াকতের গালে একটি থাপ্পড় মারে ।

ঘটনার সময় উপস্থিত রাসেল বলেন, আমার পিতার উপস্থিতিতে উভয় পক্ষের ঘটনা শোনার পর তাদের সম্মান রক্ষার্থে সবাকেই মিলেমিশে থাকার অনুরোধ করা হয় এবং নিজ নিজ বাড়িতে ফিরে যাবার অনুরোধ জানানো হয় ।

এদিকে ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে গেলে তা বিভিন্ন কৌশলে এবং অনৈতিক প্রস্তাবের বিনিময়ে ধামাচাপা দেয়ার জন্য চেষ্টা করে ব্যর্থ হয় অভিযুক্ত লিয়াকতের স্ত্রী পরিচয়দান কারী হোসনে আরা নামক এক নারী । এমনকি ওই নারী আরো জানান, তার স্বামীর মুখোশ খুলে দেওয়া হলে তিনি যেকোনো ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন বলেও সাংবাদিকদের উদ্দেশ্যে হুমকি প্রদান করেন ।

এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, ইতি-পূর্বে লিয়াকত নামের ঐ ব্যক্তি হাসিনা নামের জনৈক নারীকে স্ত্রী পরিচয় দিয়ে নীসা নামের এক কিশোরীকে তার কন্যা হিসেবে পরিচয় দিয়ে উল্লাপাড়া শহরের একটি ফ্লাটে মিথ্যা পরিচয়ে বসবাস করে আসছিলেন । একপর্যায়ে ওই নারীর স্বাক্ষর জাল করে অর্থ কেলেঙ্কারি ঘটিয়ে তার কাছ থেকে শটকে পরেন লিয়াকত । এ সংক্রান্ত বিষয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে ।

এরপর তিনি উল্লাপাড়া সদর ইউনিয়নের মাগুরাডাঙ্গা স্কুলের এক নারী শিক্ষিকার সাথে স্বামী স্ত্রীর পরিচয়ে বর্তমানে আকবর আলী কলেজের ছোটগেট এর সম্মুখে অবস্থিত লুৎফর ডাক্তারের বাসায় অবস্থান করছেন বলে জানা গেছে। সমাজে মুখোশধারী এমন নারী লোভী ও অনৈতিক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী ।

Check Also

জাতীয় পুরস্কারপ্রাপ্ত সপ্তগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি ॥ স্মৃ তির টানে প্রিয় প্রাঙ্গণে, এসো মিলি …