Friday , 9 January 2026

মোংলায় ট্রেনে কাঁটা পড়ে নারীর মর্মান্তিক মৃত্যু

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোং লায় ট্রেনের নিচে কাঁটা পড়ে নয়মী বিশ্বাস নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে মোংলা উপজেলার দিগরাজ বিদ্যার বাহন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

নিহত নয়মী বিশ্বাস (২৫) মোংলা উপজেলার শেলাবুনিয়া গ্রামের দিনেশ বিশ্বাসের মেয়ে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে বেনাপোল মোংলা কমিউটার একটি যাত্রীবাহী ট্রেন দিগরাজ বিদ্যার বাহন এলাকার রেললাইনের ওপর দিয়ে যাওয়ার সময় ওই নারী ট্রেনের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রেল কতৃপক্ষ ও প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত চলছে।

Check Also

রায়গঞ্জে সরিষা, মরিচ ও আলুর বাম্পার ফলনের সম্ভাবনা

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ১নং ধামাইনগর ইউনিয়নের ২নং …