Thursday , 15 January 2026

মোংলায় পাওনা টাকা চাওয়ায় নারীকে কুপিয়ে যখম

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

বা গেরহাটের মোংলায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে লাইলী বেগম (৫৫) নামে এক নারীকে কুপিয় মারাত্মক যখম করেছে শেখ রাজু মোল্লা নামে এক বখাটে যুবক।

বৃহস্পতিবার  দুপুরে উপজেলার চাঁদপাই ইউনিয়নের উত্তর মালগাজী গ্রামে ঘটে। গরুতর আহত ওই নারীকে স্থানীয় সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মা প্রতিবাদ করলে রাজু তার মাকে মায়ের ওপর এলোপাথাড়ি মারপিট শুরু করে এবং তার পরিহিত শাড়ি টানা হেচড়া করে শ্লীলতাহানি ঘটায়। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে রাজুর সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে তার মায়ের মাথার মাঝ খানে কোপ দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।

এ ঘটনায় উত্তর মালগাজী গ্রামের নুর ইসলামের ছেলে রাজু মোল্লাকে প্রধান আসামি করে মোংলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত লাইলী বেগমের মেয়ে রুনা বেগম।

থানায় দায়েরকৃত অভিযোগে রুনা বেগম উল্লেখ করেন, তার মা লাইলি বেগম আসামী রাজুর কাছে ধারের টাকা পাওনা আছে। ওই পাওনা টাকা চাইতে গেলে রাজু একাধিককবার তার মাকে নানা সময় হুমকি ধামকি প্রদান করে।

এদিকে   তাদের বাড়ীর সামনের রাস্তা দিয়া রাজু মোল্লা যাওয়ার সময় তার মা লাইলি বেগম তাদের বাড়ীর ভিতর থেকে ডাক দিয়ে আবারও পাওনা টাকা চাইতে গেলে সে উত্তেজিত হয়ে পড়ে। এসময় তার মাকে অশ্লীল ভাষায় গালিগালাজও করে। এসময় তার মা প্রতিবাদ করলে রাজু তার মাকে মায়ের ওপর এলোপাথাড়ি মারপিট শুরু করে এবং তার পরিহিত শাড়ি টানা হেচড়া করে শ্লীলতাহানি ঘটায়। একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে রাজুর সঙ্গে থাকা ধারালো ছুরি দিয়ে তার মায়ের মাথার মাঝ খানে কোপ দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।

এসময় মাটিতে লুটিয়ে পড়লে রাজু মায়ের গলায় থাকা ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন নিয়ে দ্রুত ঘটনাস্থলে থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। সেখানে তার মায়ের চিকিৎসা চলছে বলে রুনা বেগম জানান।

এ বিষয় রাজু মোল্লা বলেন, লাইলির পরিবারের সাথে আমার সম্পর্ক আত্মীয়র মতো, আমার দাদী তাদের পরিবারে সাংসরিক কাজ করেন।রাস্তার বেড়া নিয়ে ঝগড়ার এক পর্যায়ে হাতাহাতি হয়। আমি তাকে আঘাত করি নি,হাতাহাতির সময়  লাইলি তার বিল্ডিং এ পড়ে গিয়ে মাথা কেটে যায়।

এদিকে এ ঘটনায় উত্তর মালগাজী গ্রামের নুর ইসলামের ছেলে রাজু মোল্লাকে প্রধান আসামি এবং  অজ্ঞাত আরো ৩ জন সহ   মোংলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত লাইলী বেগমের মেয়ে রুনা বেগম।

জানতে চাইলে এ বিষয়ে মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, ‘অভিযোগ পেয়েছি তদন্ত করে ঘটনার সত্যতা পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত  ব্যাবস্থা নেয়া হবে’।

Check Also

মোংলা বন্দরের প্রত্যক্ষ সহযোগীতায় শ্রমিকদের ২৬ শতাংশ মজুরি বৃদ্ধি 

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ মোং লা বন্দরে কর্মরত শ্রমিকদের কল্যাণ, নিরাপত্তা ও …