Thursday , 1 January 2026

মোংলায় অসহায় গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকাল ৪টায় পৌর ২,৩,৪ ও ৭নং ওয়ার্ড কৃষকদলের আয়োজনে সামসুর রহমান রোডে জাতীয়তাবাদী কৃষকদলের ২নং ওয়ার্ডের অস্থায়ী কার্যালয়ের সামনে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

 

এসময় বক্তারা বলেন, নতুন বাংলাদেশকে নতুন ভাবে সাজাতে বিএনপির বিকল্প নেই। তাই আগামি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে।

কৃষকদল নেতা মো. খোকন মোল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কৃষকদলের আহবায়ক জিয়াউল ইসলাম মিঠু।

সমাবেশে শাহা আলমকে সভাপতি, মজিবর শেখ কে সাধারণ সম্পাদক করে ২নং ওয়ার্ড, মোল্লা খোকনকে সভাপতি, স্বপন কাজীকে সাধারন সম্পাদক করে ৩নং ওয়ার্ড, মো. দুলাল শিকদারকে সভাপতি, মো. স্বপন মন্ডলকে সাধারন সম্পাদক, মো. সোবাহানকে যুগ্ম সম্পাদক, রুবেল মোল্লাকে সহ-সভাপতি, শাহিন হাওলাদারকে সাংগঠনিক ও আল আমিন মোল্লাকে প্রচার সম্পাদক করে ৪নং ওয়ার্ড, মোক্তার হাবিবকে সভাপতি, মো.রাজু খাঁনকে সাধারণ সম্পাদক ও গোলাম রসুলকে সাংগঠনিক সম্পাদক করে ৭নং ওয়ার্ড কৃষক দলের কমিটি ঘোষণা হয়।

এসময় বক্তারা বলেন, নতুন বাংলাদেশকে নতুন ভাবে সাজাতে বিএনপির বিকল্প নেই। তাই আগামি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সদস্য সচিব আব্দুল মতিন, বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শরীফুল ইসলাম মিঠু।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোংলা কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক খালিদ মাহমুদ সোহাগ।

Check Also

সিরাজগঞ্জের কাজিপুরে অবৈধভাবে মজুদ সার জব্দ করে জরিমানা

॥  শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের কাজিপুর গোডাউনে অবৈধভাবে মজুদ রাখার দায়ে সার …