Friday , 28 November 2025
পাংশায় বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে গুণী শিক্ষক পাংশা সরকারী কলেজের প্রতিষ্ঠাকালীন সাবেক অধ্যক্ষ ও ঢাকাস্থ প্রাইম ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আরশাদ আলীকে সংবর্ধনা প্রদান করা হয়

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥

রা জবাড়ী জেলার পাংশা উপজেলার সকল পর্যায়ের শিক্ষকবৃন্দের ব্যানারে রবিবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী, গুণী শিক্ষক পাংশা সরকারী কলেজের প্রতিষ্ঠাকালীন সাবেক অধ্যক্ষ ও ঢাকাস্থ প্রাইম ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আরশাদ আলীকে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

 অনুষ্ঠানের সভাপতি পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আইয়ুব আলী সরদার সংবর্ধিত প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ আরশাদ আলীকে ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট ও উত্তরীয় উপহার প্রদান করেন।

জানা যায়, সকাল ১০টায় পাংশা সরকারী কলেজ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। পাংশা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পাংশা সরকারী কলেজ চত্বরে গিয়ে র‌্যালী শেষ হয়। র‌্যালী শেষে পাংশা সরকারী কলেজ মিলনায়তনে গুণী শিক্ষক পাংশা সরকারী কলেজের প্রতিষ্ঠাকালীন সাবেক অধ্যক্ষ ও ঢাকাস্থ প্রাইম ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আরশাদ আলীকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আইয়ুব আলী সরদারের সভাপতিত্বে এবং উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলমের উপস্থাপনায় অনুষ্ঠানে সংবর্ধিত প্রধান অতিথি পাংশা সরকারী কলেজের প্রতিষ্ঠাকালীন সাবেক অধ্যক্ষ ও ঢাকাস্থ প্রাইম ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আরশাদ আলী, পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এবিএম ওয়াহিদুজ্জামান, পাংশা শাহজুঁই (রঃ) কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মুহাম্মদ আবু মুসা আশয়ারী, পাংশা শাহজুঁই (রঃ) কামিল মাদরাসার উপাধ্যক্ষ ড. খন্দকার মাহবুবুর রহমান বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। মূল প্রবন্ধ পাঠ করেন পাংশা সরকারী কলেজের বাংলা বিভাগের প্রধান মোঃ খলিলুর রহমান। অনুষ্ঠানের সভাপতি পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আইয়ুব আলী সরদার সংবর্ধিত প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ আরশাদ আলীকে ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট ও উত্তরীয় উপহার প্রদান করেন।

অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ের ৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষককে পাংশা ও কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে গ্রাচুইটির চেক প্রদান করা হয়। পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম মনোয়ারুল ইসলাম, পাংশা জর্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রাশেদা খাতুনসহ প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Check Also

পাংশায় ব্যাংক এশিয়ার ২৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

॥  মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥ রা জবাড়ী জেলার পাংশায় বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে …