Tuesday , 14 October 2025

নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সাতক্ষীরায় দেবহাটায় ‘তারুণ্যের উৎসব’ ২০২৫

॥  মোঃ মোকাররাম বিল্লাহ ইমন, সাতক্ষীরা  প্রতিনিধি ॥

তুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণ সমাজকে উৎসাহিত করা এবং দেশ ও পৃথিবীর উন্নয়নে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যয়ে সাতক্ষীরার দেবহাটা উপজেলা মুক্ত মঞ্চে মঙ্গলবার ১৪ অক্টোবর অনুষ্ঠিত হলো ‘তারুণ্যের উৎসব’২০২৫।

 আমরা চাই সকলে নিজের আঙ্গিনা পরিষ্কার রাখবে এবং নিজেরা পরিষ্কার থাকবে। এই সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই আমরা সাতক্ষীরা ‘রূপসী দেবহাটা’কে একটি সুন্দর ও পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলব।” তিনি তরুণদের পরিচ্ছন্নতা আন্দোলনে সক্রিয় অংশ নিতে উৎসাহিত করেন।

‘এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই’ এই স্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসন দেবহাটা এবং বিডি ক্লিন সাতক্ষীরার যৌথ আয়োজনে এই উৎসব তরুণদের মাঝে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি করে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিলন সাহা বক্তব্যে বলেন,“জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান ছিল বৈষম্যহীন একটি সমাজ ও রাষ্ট্রের আকাঙ্ক্ষার প্রতিফলন। সেই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করেই আমাদের একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। তরুণরাই সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি। তাদের মেধা, সাহস ও সততার মাধ্যমেই একটি উন্নত ও পরিচ্ছন্ন দেশ গড়া সম্ভব।” তিনি তরুণদের দেশের জন্য কাজ করার আহ্বান জানান।

বিডি ক্লিন দেবহাটার উপজেলা সমন্বয়ক ইমন আহছান বক্তব্য বলেন, “বিডি ক্লিন এই তারুণ্যের উৎসবে অংশ নিয়েছে তাদের মূল লক্ষ্য পরিচ্ছন্নতা কার্যক্রম সকলের মধ্যে পৌঁছে দেওয়া। আমরা চাই সকলে নিজের আঙ্গিনা পরিষ্কার রাখবে এবং নিজেরা পরিষ্কার থাকবে। এই সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়েই আমরা সাতক্ষীরা ‘রূপসী দেবহাটা’কে একটি সুন্দর ও পরিচ্ছন্ন উপজেলা হিসেবে গড়ে তুলব।” তিনি তরুণদের পরিচ্ছন্নতা আন্দোলনে সক্রিয় অংশ নিতে উৎসাহিত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক বিডি ক্লিন সাতক্ষীরা অর্পণ বসু, উপজেলা সহ-সমন্বয়ক বিডি ক্লিন দেবহাটা তৈইবুর আহমেদ এবং বিডি ক্লিনের অন্য সদস্যরা। বক্তারা নতুন প্রজন্মকে দেশ গঠনে আত্মনিয়োগ, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গড়া, এবং পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখার আহ্বান জানান। তারুণ্যের এই উৎসবের মধ্য দিয়ে দেবহাটার তরুণ সমাজ নতুন করে দেশপ্রেমে উজ্জীবিত হলো। তারা সম্মিলিতভাবে বৈষম্যমুক্ত ও উন্নত বাংলাদেশ গড়ার শপথ নিলেন।

Check Also

মোংলায় পুলিশের অভিযানে দুই মাদক ব্যাবসায়ী আটক

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা  প্রতিনিধি ॥ মোং লায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক …