॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥
তা রুণ্যের শক্তিকে উজ্জীবিত করে নতুন বাংলাদেশ গড়ার লক্ষে, রাজবাড়ীতে তারুণ্যের উৎসব- ২০২৫ উপলক্ষ্যে গ্রাহক সেবা পক্ষ অনুষ্ঠিত হয়েছে।তরুণরাই দেশের প্রাণশক্তি। তাদের উদ্যম, জ্ঞান ও সৃজনশীলতাকে কাজে লাগিয়েই স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তরুণদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
রবিবার বিকালে অগ্রণী এসএমই রাজবাড়ী শাখা কার্যালয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়। তরুন প্রজন্মের জয় হোক, বাংলাদেশের জয় হোক এই স্লোগান কে সামনে রেখে, অগ্রণী ব্যাংক পিএলসি’র মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড, রাজবাড়ী শাখা এ উৎসবের আয়োজন করেন।
শাখা ব্যবস্থাপক, সেলিম খান এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুল কলেজের অর্ধ শতাধিক ছাত্র-ছাত্রী ও সম্মানিত তরুণ উদ্যোক্তারা অংশ নেন।
শাখার দ্বিতীয় কর্মকর্তা আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণরাই দেশের প্রাণশক্তি। তাদের উদ্যম, জ্ঞান ও সৃজনশীলতাকে কাজে লাগিয়েই স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তরুণদের মধ্যে উদ্যোক্তা মানসিকতা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
তরুণ উদ্যোক্তা উজ্জ্বল মাহমুদ অন্তর বলেন, এই উৎসবের মাধ্যমে আমাদের মধ্যে বা তরুণদের মধ্যে ঐক্যের প্রকাশ ঘটানো হয়েছে, সহযোগিতার নীতি প্রচার করা হয়েছে। আমি একজন উদ্যোক্তা কর্মী হিসেবে আত্মকর্মসংস্থানের মাধ্যমে যাতে দেশের সম্পদ হিসেবে গড়ে ওঠতে পারি সে বিষয়ে আমাদের উদ্বুদ্ধ করা হয়েছে।
শাখা ব্যবস্থাপক সেলিম খান তার বক্তব্যে বলেন, অগ্রণী এসএমই ফাইন্যান্সিং কোম্পানি শুধু আর্থিক খাতে নয়, সমাজ ও দেশের অগ্রগতিতেও তরুণদের পাশে থাকবে। এই আয়োজন তরুণদের নতুন অনুপ্রেরণা যোগাবে।
আর অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময়, বিভিন্ন শিক্ষার্থীর সৃজনশীল উপস্থাপনা এতে স্থান পায়। এবং তরুণ প্রজন্মের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠান প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর।