॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সি রাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদ চত্বরে “তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক” এই স্লোগানকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে এক গণসচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বক্তারা বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। আগামী জাতীয় নির্বাচনে তরুণদের প্রথম ভোট যেন ধানের শীষের পক্ষে যায়—সেই আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক তারাশ উপজেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তারাশ) আসনের বিএনপির মনোনয়নপ্রার্থী খন্দকার সেলিম জাহাঙ্গীর।সভায় সভাপতিত্ব করেন ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ রমজান আলী খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামাইনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নবীর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক রিপন হোসেন, মৎস্যজীবী দলের নেতা আবু বক্কর সিদ্দিক, যুবদলের আহ্বায়ক মোঃ মাসুদ রানা, ছাত্রদলের নেতা মোঃ মোতালেব হোসেন, এবং ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক আলী।
এসময় ধামাইনগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। আগামী জাতীয় নির্বাচনে তরুণদের প্রথম ভোট যেন ধানের শীষের পক্ষে যায়—সেই আহ্বান জানান তারা।
অনুষ্ঠানটি আয়োজন করে ধামাইনগর ইউনিয়ন বিএনপি, সিরাজগঞ্জ-৩ (তারাশ-রায়গঞ্জ)। স্থান: ধামাইনগর ইউনিয়ন পরিষদ চত্বর, শালিয়াগাড়ী বাজার, রায়গঞ্জ।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল