॥ এম আরিফুল ইসলাম, সলংগা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সলংগায় পুকুরে পরে ২ ভাইয়ের মৃত্যু,আজ (২৩ আগষ্ট, বুধবার) বিকালে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।সিরাজগঞ্জের সলঙ্গা থানার বাসুদেবকোল গ্রামের দক্ষিণ পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত ২ শিশুরা হলেন আপন চাচাতো ভাই। বাসুদেবকোল দক্ষিণ পাড়ার আব্দুল করিমের ছেলে মোস্তাফা প্রি-ক্যাডেট স্কুলের নার্সারি শ্রেণির ছাত্র শিহাব (৭) ও তার চাচাতো ভাই লাবুর ছেলে অনিক (৭)।

পরে স্থানীয়রা টের পেয়ে দ্রুত পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে ক্লিনিকে নিলে চিকিৎসক তাদের ২জনকেই মৃত ঘোষনা করেন।
পারিবারিক সুত্রে জানা যায়, বিকালে শিশু শিহাব ও অনিক বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা অবস্থায় অসাবধানতা বসত পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা টের পেয়ে দ্রুত পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে ক্লিনিকে নিলে চিকিৎসক তাদের ২জনকেই মৃত ঘোষনা করেন।
সলংগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেছেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
global sangbad 24 অনলাইন নিউজ পোর্টাল