Tuesday , 20 January 2026

দোহারে দুর্বৃত্তদের গুলিতে আহত-২

॥ শেখ রানা, দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি ॥

ঢাকার দোহার উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে দুইজন আহত হয়েছেন। বুধবার (২১ জুন) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার নারিশা পশ্চিম চর গ্রামের মো. আলমগীরের ছেলে রাতুল শিকদার (১৯) ও একই গ্রামের জাহাঙ্গীর গাজীর ছেলে মেহেদী গাজী (২৮)।

 

আহত রাতুলের মা রিমি আক্তার বলেন, বুধবার রাতে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেলযোগে আমার ছেলে রাতুল ও মেহেদী বাড়ি ফিরছিল। দুবলী ব্রিজের ঢালে পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা।

স্থানীয় সূত্রে জানা যায়, দুবলী ব্রিজের ঢালে রাতুল ও মেহেদীকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালায় দুর্বৃত্তরা। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় প্রেরণ করেন।

আহত রাতুলের মা রিমি আক্তার বলেন, বুধবার রাতে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেলযোগে আমার ছেলে রাতুল ও মেহেদী বাড়ি ফিরছিল। দুবলী ব্রিজের ঢালে পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহার থানার ওসি মেস্তফা কামাল বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দোষীদের আটক করতে আমাদের অভিযান চলছে।

Check Also

সীমান্ত ব্যাংক এর উদ্যোগে ২৯ বিজিবি’র ব্যবস্থাপনায় অসহায় দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ।

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥ দি নাজপুরে সীমান্ত ব্যাংক পিএলসি চিরির বন্দর শাখার উদ্যোগে …