Tuesday , 18 February 2025

দুবলাচরের শুটকি জেলে পল্লিতে হামলা, লুটপাট ও জিম্মি করার সময় ৩ ভারতীয় জলদস্যু অস্ত্র সহ আটক

  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

ঙ্গোপসাগর পাড় দুবলার চরের আলোর কোলে শুটকি তৈরীর জেলে পল্লিতে হামলা ও লুটপাট চালানোর চেষ্ট করছিল জলদস্যুরা। এসময় মুক্তিপন আদায়ের জন্য জেলেদের জিম্মি করার সময় অস্ত্র সহ ৩ ভারতীয় জলদস্যুকে আটক করেছে স্থানীয় জেলেরা।

 

 

পরে ধাওয়া করে ভারতীয় ৩ দস্যুকে আটক করে গন ধোলাই দেয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় একটি একনালা বন্দুক ও বেশ কয়েক রাউন্ট গুলিসহ ভারতীয় কিছু কাগজপত্র উদ্ধার করে জেলেরা

আটক ৩ দস্যুকে অস্ত্রসহ দুবলার চরের কোস্ট গার্ড কন্টিজেন্ট’র হাতে তুলে দেয়া হয়েছে। আটক জলদস্যুদের নাম পরিচয় ভারতীয় বলে জানা গেছে। এ তথ্য নিশ্চিৎ করেছে দুবলা ফিসারম্যান গ্রুপের সভাপতি মো: কামাল উদ্দিন।

দুবলার চর আলোর কোল শুটকি পল্লি জেলেদের বরাত দিয়ে কামাল উদ্দিন বলেন, রবিবার (২৬ জানুয়ারী) রাত ১১ টার দিকে একটি ভারতীয় ফিশিং ট্রলার যোগে ১৫/১৮ জনের স্বসস্ত্র জলদস্যুর দল বঙ্গোপসাগর পাড়ে দুবলার চড়ে জেলে পল্লিতে হামলা ও লুটপাট চালায়। পরে দস্যুদল দুই ভাগে বিভক্ত হয়ে ৪ জন দস্যুর দায়ীত্বে প্রায় ২০ থেকে ২৫ জন জেলেকে জিম্মি রেখে তারা অন্য পল্লিতে হানা দেয়।

এসময় জিম্মি জেলেরা প্রানপন সাহস নিয়ে তাদের উপর ঝাপিয়ে পরে এবং ওই সকল দস্যুদের আটক করার চেষ্টা করে। এসময় সেখান থেকে এক দস্যু জীবন বাচাঁতে অস্ত্র সহ নদীতে ঝাপ দিয়ে সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। জিম্মি জেলেদের চিৎকারে অন্য জেলেরা ছুটে এসে প্রতিরোধ গড়ে তোলে।

পরে ধাওয়া করে ভারতীয় ৩ দস্যুকে আটক করে গন ধোলাই দেয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় একটি একনালা বন্দুক ও বেশ কয়েক রাউন্ট গুলিসহ ভারতীয় কিছু কাগজপত্র উদ্ধার করে জেলেরা। আর ফিশিং ট্রলারে থাকা অন্য জলদস্যুরা তাদের ব্যাহৃত বোট নিয়ে পালিয়ে যায়।

পরে জেলে পল্লীর ফিসারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিনের উপস্থিতিতে আটক ভারতীয় ৩ জলদস্যুকে অস্ত্র সহ কোস্ট গার্ড দুবলা কন্টিজেন্টের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে কোস্ট গার্ড পশ্চিম জোনের এক কর্মকর্তা বলেন, এ বিষয়ে অভিযান চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

Check Also

সাতক্ষীরায় আশার উদ্যোগে মৎস্য চাষ ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ॥ সাতক্ষীরায় বেসরকারি সংস্থা ‘আশা’র উদ্যোগে মৎস্য চাষ ও …