Thursday , 23 October 2025

নোয়াখালীতে বীর মুক্তিযোদ্ধা এনায়েত উল্লাহর ৩২-তম মৃত্যুবার্ষিকী

॥ এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা  প্রতিনিধি ॥

ঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বস্ত সহচর, স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার জননেতা আবদুল মালেক উকিলের কনিষ্ঠ সহোদর এবং নোয়াখালী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহীনের পিতা বীর মুক্তিযোদ্ধা এনায়েত উল্লাহ বি.এ এর ৩২-তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার।

 

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সোমবার (১৪ আগস্ট) সকালে মরহুমের নিজ বাস ভবনে কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিল এবং দুপুরে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় এতিম-দুস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।

এডভোকেট শিহাব উদ্দিন শাহীন জানান, তাঁর পিতা কর্মজীবনের প্রথম দিকে ব্যাংকার, পরবর্তীতে প্রথম শ্রেণীর একজন ঠিকাদার ছিলেন। তিনি কর্মজীবনের পাশাপাশি নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য, নোয়াখালী মোহামেডান স্পোটিং ক্লাবের সহসভাপতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

১৯৯১ সালের ১৪ আগস্ট ৫৪ বছর বয়সে বীর মুক্তিযোদ্ধা এনায়েত উল্লাহ বি.এ ইন্তেকাল করেছিলেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সোমবার (১৪ আগস্ট) সকালে মরহুমের নিজ বাস ভবনে কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিল এবং দুপুরে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় এতিম-দুস্থদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে।

এনায়েত উল্লাহ বি.এ এর মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফেরাত কামনায় দোয়া চেয়েছেন মরহুমের পুত্র এডভোকেট শিহাব উদ্দিন শাহীন।

Check Also

সিরাজগঞ্জ ৩, এ ৩১, দফার লিফলেট বিতরণ এবং ধানের শীষে ভোট প্রার্থনা করে ব্যস্ত সময় পার করছেন শিল্পপতি ” রুহী আফজাল”

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ তা রুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষেই হোক, এই …