Saturday , 12 July 2025

মোংলায় মাদক বিরোধী অভিযানে আটক ৪

  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোংলায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতভর মোংলা পৌর শহর সহ উপজেলাজুড়ে এ অভিযান পরিচালনা করা হয়।

 

 

মোংলা শহর সহ উপজেলা জুড়ে মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে মাদক সহ ৪ জনকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মোংলায় রাতভর মাদক বিরোধী বিশেষ অভিযান চালায় মোংলা থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ও মাদক পাচারকারীরা পালিয়ে যাওয়ার সময় তাদের হাতে নাতে মাদক সহ আটক করা হয়।

এসময় মাদক ব্যবসায়ী ও মাদকপাচারকারীদের দেহ তল্লাশী করে তাদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা জব্দ করে পুলিশ। মাদক সহ মোঃ ফয়সাল হাওলাদার, নয়ন বাড়ই, মোঃ শাকিল শেখ, পিন্টু জিৎ সরদার সহ মোংলা উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার হয়।

অভিযানের বিষয়ে মোংলা থানার ওসি মোঃ আনিসুর রহমান জানান, মোংলা শহর সহ উপজেলা জুড়ে মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে মাদক সহ ৪ জনকে গ্রেফতার করা হয়। আজ মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় থানার এ কর্মকর্তা ।

Check Also

জুয়া ও মাদকের টাকা দেয়নি শ্বশুর ঢাকা থেকে সাতক্ষীরায় এসে শ্বশুর বাড়িতে জামাতার হামলা

॥ মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা জেলা  প্রতিনিধি ॥ ঢা কা থেকে গুন্ডা ভাড়া করে সাতক্ষীরায় শ্বশুর …