Sunday , 20 April 2025

আওয়ামী লীগ এই দেশে রাজনীতি অধিকার হারিয়েছে:আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

॥ আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥

ওয়ামী লীগ এই দেশে রাজনীতি করার অধিকার হারিয়েছে। তাদের অন্যায়ের পাল্লা এতটা ভারি হয়েছে যে শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে পাশ্ববর্তী দেশ ভারতে গিয়ে আশ্রয় নিতে হয়েছে বলে মনে করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

 

জনসভায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য তৃণমূল নেতাকর্মীদের আহ্বান জানান।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী )বিএনপির ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মো. রোস্তম মোল্লার সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

তিনি বলেন, আওয়ামী সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে। রাষ্ট্র কাঠামো পুনর্গঠন ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নই একমাত্র পথ। জনগণের অধিকার ফিরিয়ে আনতে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাব।

তিনি আরো বলেন আগামীতে দৌলতদিয়া – পাটুরিয়ায় পদ্মা সেতু নির্মাণ, দৌলতদিয়া আধুনিক নদী বন্দর, নদী ভাঙ্গন রোধে নদী শাসনের কাজ সহ গোয়ালন্দ উপজেলা কে মডেল হিসেবে গড়ে তোলা হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনছারী, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মুন্জুরুল আলম দুলাল,
সভায় আরও বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, জেলা যুব দলের আহবায়ক খায়রুল আনাম বকুল, জেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার প্রিয়া, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম, উপজেলা যুব দলের আহবায়ক মো. ফারুক দেওয়ান, সেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়াহিয়া খান, উপজেলা ছাত্র দলের সভাপতি রেজাউল হাসান মিঠু।

জনসভায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তারা বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের জন্য তৃণমূল নেতাকর্মীদের আহ্বান জানান।

Check Also

সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সহযোগী সহ জিম্মি থাকা দুই জন জেলেকে উদ্ধার

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥ কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের …