Monday , 21 April 2025

বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

॥ আরিফুল ইসলাম আরিফ, নাটোর  প্রতিনিধি ॥

নাটোর জেলার নয়াবাজার মানিকপুর ব্রিজের পাশেই বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষ । সকাল আনুমানিক ৮:৩০ মিনিটে ঘনকুয়াশার কারনে এই দুর্ঘটনাটি ঘটে।

 

 উল্লাপাড়া থেকে ছেড়ে আসা রতন পরিবহন বাসটি প্রথমে ট্রাক টি কে ধাক্কা দিলে পাশে থাকা প্রাইভেটকার টি দুমড়ে মুছরে যায়। এতে রতন পরিবহন টি সঙ্গে সঙ্গে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে গাড়ির মধ্যে থাকা অনেক যাত্রী মারাত্মক গুরুতর ভাবে আহত হয়।

সিরাজগঞ্জ, উল্লাপাড়া থেকে ছেড়ে আসা রতন পরিবহন নামের বাসটি যাত্রী নিয়ে রাজশাহীর উদ্দেশ্য যাচ্ছিলো ইতি মধ্যেই নয়াবাজার ক্রস করলে মানিকপুর ব্রিজের কাছাকাছি আসলে ট্রাক ঢাকা মেট্রো নং ১২-০৪৬০ এবং প্রাইভেকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলে ট্রাক ভাইভার সহ আরো অনেকই মারাক্ত ভাবে গুরুতর আহত হয়। এলাকাবাসী ফায়ার সার্ভিস কে জানালে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এবং পুলিশ এসে আহতদের দ্রুত উদ্ধার কাজ চালায় এবং গাড়ির মধ্যে থেকে বের করে ইমারজেন্সি চিকিৎসা দেওয়ার জন্য রাজশাহী মেডিকেলে পাঠানো হয়।

স্থানীয় জুয়েল রানা নামের এক ব্যাক্তি বললেন, উল্লাপাড়া থেকে ছেড়ে আসা রতন পরিবহন বাসটি প্রথমে ট্রাক টি কে ধাক্কা দিলে পাশে থাকা প্রাইভেটকার টি দুমড়ে মুছরে যায়। এতে রতন পরিবহন টি সঙ্গে সঙ্গে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে গাড়ির মধ্যে থাকা অনেক যাত্রী মারাত্মক গুরুতর ভাবে আহত হয়।

রতন পরিবহনে ভিতরে থাকা এক বয়স্ক বৃদ্ধ মহিলা যাত্রীর সাথে কথা বললে আমাদের গ্লোবাল সংবাদ কে কান্না জরোকন্ঠে জানান, আমি রাজশাহী শাহমগদোম মেয়ের বাড়ি যাচ্ছিলাম আমি সকাল বেলা উল্লাপাড়া বাসস্ট্যান্ড থেকে রতন পরিবহনের টিকেট কেটে বাসে উঠি নয়াবাজার পার হবার পর মানিকপুর ব্রিজের কাছাকাছি আসলে ভয়াবহ এই দুর্ঘটনার শিকার হই।

বাসের মধ্যে থাকা আরো অনেক যাত্রী ছিলেন তাদের অবস্থা অনেক আশঙ্কাজনক কারো হাত,পা ভেঙেছে কারো বা মাথা ফেটে গিয়েছে কিন্তু কোন যাত্রী মারা যায়নি। এবং আমি নিজও প্রাণে বেছে যায় আল্লাহর রহমতে আমার কোন ক্ষয়ক্ষতি হয়নি। এ বিষয় টি নিয়ে এলাকাবাসীর মধ্যে অনেক আতঙ্ক বিরাজ করছে।

Check Also

তেঁতুলিয়ায় কিশোর-কিশোরীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা মাধ্যমে পুরস্কার বিতরণ

॥ আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তেঁতুলিয়ায় কিশোর-কিশোরীদের ক্রীড়া …