Friday , 14 March 2025

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবী সংগঠন “সম্মিলিত প্রয়াস” রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিতঃ

॥ শাহ আলম,  সিরাজগঞ্জ  জেলা প্রতিনিধি ॥

সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গা’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

কৃতিসন্তান তাড়াশ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলামকে পি,এইচ, ডি, ডিগ্রি অর্জন করায় সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। সবশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া শেষে উপস্থিত সবার সাথে ইফতার করা হয়।দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত শেষে সবাই ইফতারে অংশ নেন।

(১৪মার্চ ২০২৫) শুক্রবার সিরাজগঞ্জ শহরের এসএস রোডস্থ ডব্লিউ এফ রেস্টুরেন্টর কনফারেন্স রুমে সংগঠনের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি এ,এইচ,এম, মহিবুল্লাহ মহিব এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মোমিন সরকারের সঞ্চালনায় উৎসব মুখর পরিবেশে ইফতার পুর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, ডা. মাহবুবুল আলম, সম্মিলিত প্রয়াস রায়গঞ্জ, তাড়াশ, ও সলঙ্গার, উপদেষ্টা ডা.এম হাকিম বাবু, ফুলজোর ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহেদ আলী সেখ, ঘোনা কুচিয়ামার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীম হাসান,

সম্মিলিত প্রয়াস রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার উপদেষ্টা আব্দুল হাকিম, ডা.আমিনুল ইসলাম মাসুম,এডিশনাল পিপি দেলোওয়ার হোসেন মন্টু, সলঙ্গা প্রেসক্লাব ও ফোরামের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতিবিদ এম দুলাল উদ্দিন আহমেদ, সিভিল সার্জন অফিসের স্যানিটারী ইন্সপেক্টর আলী নেওয়াজ, সিরাজগঞ্জ আলিয়া মাদরাসার মোহাদ্দিস মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াসিন আলী, সংগঠনের প্রচার সম্পাদক সাংবাদিক শাহ আলম, প্রমুখ। উল্লেখ্য :প্রতিবছর রমজান মাসে “সম্মিলিত প্রয়াস “ এর সৌজন্যে গরিব ও এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার, গর্বিত কৃতিসন্তান তাড়াশ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আমিনুল ইসলামকে পি,এইচ, ডি, ডিগ্রি অর্জন করায় সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। সবশেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া শেষে উপস্থিত সবার সাথে ইফতার করা হয়।

Check Also

নতুন ফ্যাসিস্টরা গণমাধ্যমগুলো বন্ধ করতে চায় : মোমিন মেহেদী

॥  নিজস্ব প্রতিবেদক ॥ ন তুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, অতিতের ফ্যাসিস্টদের মত …